TRENDING:

Urfi Javed: ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের

Last Updated:

Urfi Javed: নিত্য-নতুন পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ৷ এবার লজ্জা নিবারণ করতে যা কান্ড ঘটালেন তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:উরফি জাভেদকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়৷ তিনি কোনও কিছু করা মানেই মুহূর্তে ভাইরাল৷ পোশাক বিতর্কের জন্য শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ৷ উরফি এবং বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনই কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে তাঁর নাম। বিশেষত, উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন তিনি। এবারও অর্ধনগ্ন শরীরে রাস্তায় বেরিয়ে শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ৷
ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
advertisement

প্রতিদিনই নিত্য-নতুন পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ৷ তার নয়া লুক নিয়ে শোরগোল শুরু হয়ে গেলেও কোনওকিছুতেই তিনি পাত্তা দেন না৷ এবার লজ্জা নিবারণ করতে যা কান্ড ঘটালেন তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ উরফির নয়া লুক মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, দেখে নিন ভিডিওটি,

আরও পড়ুন- কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন

আরও পড়ুন- বিচ্ছেদ ভুলে কি কাছাকাছি এলেন রাহুল-প্রিয়ঙ্কা! কবে থেকে একসঙ্গে থাকছেন তারকা জুটি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, টপের বদলে বন্দুক দিয়ে শরীর ঢেকেছেন ফ্যাশনিস্তা৷ যা দেখে যে কেউ ভিড়মি খেতে পারেন, তবে একটু ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে স্কিন রঙের স্লিভলেস টপ পরেছেন উরফি৷ নীচে পড়েছেন মিনি স্কার্ট৷ কানে বড় ঝোলা দুল, নাকে বড় সাইজের নাকছাবি, চুলে টেনে বাধা খোঁপা৷ নিজের লজ্জা ঢাকতে এই পোশাক বেছে নিতেই সকলের চোখ কপালে উঠেছে৷ শেষে কিনা বন্দুক দিয়ে লজ্জা নিবারণ করে চমকে দিয়েছেন তিনি৷ তবে এই পোশাকের পিছনে রয়েছে নয়া অনুপ্রেরণা৷ 'সাস বহু ফ্লেমিংগো' থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই পোশাক পরেছেন৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না উরফি, ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ সবকিছু দিয়েই পোশাক বানিয়ে নেন উরফি৷ এবারও উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দিয়েছেন উরফি৷ নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতে খোলামেলা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। বারেবারে খুল্লামখুল্লা শরীর দেখিয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি তিনিই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: ছিঃ ছিঃ! লজ্জা নিবারণের জন্য এ কী করলেন উরফি, ভিডিও ভাইরাল হতেই হাল খারাপ ভক্তদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল