প্রতিদিনই নিত্য-নতুন পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ৷ তার নয়া লুক নিয়ে শোরগোল শুরু হয়ে গেলেও কোনওকিছুতেই তিনি পাত্তা দেন না৷ এবার লজ্জা নিবারণ করতে যা কান্ড ঘটালেন তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ উরফির নয়া লুক মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, দেখে নিন ভিডিওটি,
আরও পড়ুন- কিশোর বয়সেই প্রেমে পাগল! কার জন্য এতটা উতলা ছিলেন গায়ক অরিজিৎ, জানলে চমকে যাবেন
আরও পড়ুন- বিচ্ছেদ ভুলে কি কাছাকাছি এলেন রাহুল-প্রিয়ঙ্কা! কবে থেকে একসঙ্গে থাকছেন তারকা জুটি
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, টপের বদলে বন্দুক দিয়ে শরীর ঢেকেছেন ফ্যাশনিস্তা৷ যা দেখে যে কেউ ভিড়মি খেতে পারেন, তবে একটু ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে স্কিন রঙের স্লিভলেস টপ পরেছেন উরফি৷ নীচে পড়েছেন মিনি স্কার্ট৷ কানে বড় ঝোলা দুল, নাকে বড় সাইজের নাকছাবি, চুলে টেনে বাধা খোঁপা৷ নিজের লজ্জা ঢাকতে এই পোশাক বেছে নিতেই সকলের চোখ কপালে উঠেছে৷ শেষে কিনা বন্দুক দিয়ে লজ্জা নিবারণ করে চমকে দিয়েছেন তিনি৷ তবে এই পোশাকের পিছনে রয়েছে নয়া অনুপ্রেরণা৷ 'সাস বহু ফ্লেমিংগো' থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই পোশাক পরেছেন৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ কোনওকিছুই বাদ দিতে চান না উরফি, ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ সবকিছু দিয়েই পোশাক বানিয়ে নেন উরফি৷ এবারও উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দিয়েছেন উরফি৷ নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতে খোলামেলা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। বারেবারে খুল্লামখুল্লা শরীর দেখিয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি তিনিই।