কলকাতা: টলি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে নিয়ে নতুন করে বলার কোনও অপেক্ষা রাখে না৷ নিজের ছকভাঙা অভিনয়, স্টাইল স্টেটমেন্ট-এ ইতিমধ্যেই এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন বঙ্গতনয়া। একের পর এক ছবি ও ভিডিও দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন প্রিয়ঙ্কা। তবে ব্যক্তিগত কারণের জন্য হামেশাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা৷ অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে কম জলঘোলা হয়নি৷ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর দীর্ঘদিন ধরেই আলাদাই ছিলেন অভিনেত্রী৷ ছেলে সহজের জন্মের পর থেকেই সম্পর্কের মোড় ঘুরে যায় তারকা জুটির৷ ছেলে সহজকে নিয়ে দিব্যি একাই ছিলেন প্রিয়ঙ্কা। একে অপরের দিকে কাদা-ছোড়াছুড়ি লেগে থাকলেও গত বছর থেকে কিছুটা হলেও কমেছিল মান-অভিমানের পালা৷
টলিউডের জনপ্রিয় কাপল প্রিয়াঙ্কা ও রাহুলকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা৷ অনুরাগীরা সর্বদাই চাইতেন তারা যেন ফের এক হন৷ এবার সমস্ত অনুরাগীদের মনের আশা পূরণ হতে চলেছে শীঘ্রই৷ বিষয়টা শুনে অবাক হলেও এটাই সত্যি৷ বছর শেষে প্রিয়াঙ্কার জন্মদিনে রাহুলকে দেখে জল্পনা চলেছিল জোরকদমে৷ দুজনের পোশাকেও ছিল রংমিলান্তি৷ তারপর থেকে কানাঘুষো লাফিয়ে লাফিয়ে আরও বেড়েছিল৷ এবার জানা যাচ্ছে, পাকাপাকিভাবেই এক ছাদের নীচে থাকতে চলেছেন রাহুল ও প্রিয়াঙ্কা৷ এমনকী দীর্ঘদিন ধরে চলা মামলাও নাকি প্রত্যাহার করে নিচ্ছেন তাঁরা৷
আরও পড়ুন-বয়স বাড়ে না অনিল কাপুরের! এইখানেই লুকিয়ে রয়েছে আসল সিক্রেট, রহস্য ফাঁস মি.ইন্ডিয়ার
আরও পড়ুন-আবারও বেসামাল! টাল সামলাতে না পেরেই কি সজোরো ধাক্কা খেলেন অজয় কন্যা নাইসা, তারপর যা হল...
রাহুল ও প্রিয়াঙ্কার একসঙ্গে থাকার খবর শুনেই খুশিতে আপ্লুত হয়েছেন ভক্তরা৷ সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, 'মামলাটা দীর্ঘদিন ধরে চলছিল৷ তবে তা এবার প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি'৷ এতদিনে বরফ গলে জল হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা৷ মান -অভিমান ভুলে ফের একসঙ্গে থাকার প্রসঙ্গ উঠতেই রাহুল জানিয়েছেন, 'এখনও শিফট করিনি, তবে খুব শীঘ্রই একসঙ্গে থাকব আমরা৷ অভিনেতা আরও জানিয়েছেন, ছেলে সহজের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি'৷ রাহুল-প্রিয়াঙ্কার এক হওয়ার যতটা খুশি হয়েছে ফ্যানেরা তার চেয়ে বেশি খুশি ছেলে সহজ৷ বাবা ও মাকে একসঙ্গে পাশে পাওয়ার আনন্দে আত্মহারা একরত্তি৷ উল্লেখ্য, ২০১৮ সাল থেকে আদালতে মামলা চলছিল৷ অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ টলিপাড়ার লাভবার্ডসকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।