TRENDING:

Uorfi Javed: গায়ে নেই কোনও সুতো... উরফির শরীরজুড়ে খেলে বেড়াচ্ছে মাছেরা... অন্তর্বাস যেন অ্যাকোরিয়াম!

Last Updated:

Uorfi Javed: নিত্যনতুন আজব, অদ্ভুত, বিতর্কিত পোশাক পরে নজর কাড়াই উরফি জাভেদের ট্রেন্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আপাতত কোনও সিনেমা, ওটিটি, টিভি- কোথাও সেভাবে তাঁকে দেখা যাচ্ছে না। তবু নজর কীভাবে কাড়তে হয় তা বোধহয় উরফির থেকে ভাল কেউ আর জানে না। তবে এবার তিনি যা করলেন, তা ছাড়িয়ে গিয়েছে নির্লজ্জতার সব সীমা।
পোশাক নিয়ে নেহাত কম সমস্যায় পড়তে হয়নি উরফিকে। আইনি জটিলতাতেও পড়েছেন উরফি। পেয়েছেন একাধিক হুমকি।
পোশাক নিয়ে নেহাত কম সমস্যায় পড়তে হয়নি উরফিকে। আইনি জটিলতাতেও পড়েছেন উরফি। পেয়েছেন একাধিক হুমকি।
advertisement

তাঁর বক্ষযুগল আবৃত দুটো জলভরা প্লাস্টিক দিয়ে। সঙ্গে রয়েছে এক গাদা মাছ।  সেই মাছেরা আবার ঘুরেও বেড়াচ্ছে শরীরে কোনও অন্তর্বাস নেই। নিজের শরীরকে  অ্যাকরিয়াম বানিয়েছেন উরফি জাভেদ।

সম্প্রতি আরও একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। শরীরের উর্ধ্বাংশে পোশাক বলতে কিছুই নেই৷ বুকের উপর যেন গাড়ির লাইন পড়েছে৷ সারি সারি গাড়ি দিয়ে লজ্জা নিবারণ করেছেন৷ আকাশি রঙের ট্রাউজার সঙ্গে টপ করে বাধা চুল, ফ্যাশনিস্তার নয়া ফ্যাশনে সকলেই আঁতকে উঠেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আর এভাবেই নিজের আয়ের উৎস খুঁজে নিয়েছেন উর্ফি জাভেদ৷ এই পোশাক পরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রচুর টাকা আয় করেন৷ তাই নিজেকে নতুনভাবে সাজাতে সর্বদা ব্যস্ত উর্ফি জাভেদ৷  উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Uorfi Javed: গায়ে নেই কোনও সুতো... উরফির শরীরজুড়ে খেলে বেড়াচ্ছে মাছেরা... অন্তর্বাস যেন অ্যাকোরিয়াম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল