TRENDING:

Rajkummar Rao on Budget 2022: বাজেটে এই ঘোষণায় খুশি রাজকুমার রাও, ধন্যবাদ দিলেন অর্থমন্ত্রীকে!

Last Updated:

মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) ঘোষণায় খুশি দেশের এই অভিনেতা। (Rajkummar Rao on Budget 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজকুমার রাওকে (Rajkumar Rao) বলিউডের অন্যতম সিরিয়াস অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় (Rajkummar Rao on Budget 2022)। চলচ্চিত্র ছাড়াও, তিনি বিভিন্ন সামাজিক ইস্যুতে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আজকাল রাজকুমার তাঁর আসন্ন ছবি 'বাধাই দো' (Badhai Do) নিয়ে সংবাদমাধ্যমের আলোচনায় রয়েছেন। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। সমাজের গুরুতর বিষয় নিয়ে নির্মিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি। রাজকুমার ইতিমধ্যেই এই ছবির জন্য তুমুল প্রচারে নেমে গিয়েছেন। এদিকে, মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) ঘোষণায় খুশি দেশের এই অভিনেতা।
Rajkummar Rao on Budget 2022
Rajkummar Rao on Budget 2022
advertisement

নির্মলা সীতারমণের সিদ্ধান্তে খুশি অভিনেতা রাজকুমার রাও

দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেট পেশ করে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে তিনি মানসিক স্বাস্থ্য পরামর্শের জন্য জাতীয় টেলি মেন্টাল হেলথ প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে আগামীতে জনগণ স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। এমনটা বিশ্বাস করা হচ্ছে যে মানসিক নানা চাপ, বা অন্যান্য মানসিক সমস্যায় জর্জরিতদের টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে পরামর্শ দেওয়া হবে। এই প্রজেক্টে সহায়তা করে আইআইটি ব্যাঙ্গালোর। মূলত তারা প্রযুক্তিগত সহায়তা দেবে এই প্রজেক্টে। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। হার্ট ইমোজি বসিয়ে তিনি আনন্দও প্রকাশ করেছেন (Rajkummar Rao on Budget 2022)।

advertisement

আরও পড়ুন: আরও অনেক বেশি সংক্রামক ওমিক্রনের নতুন রূপ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা! জানুন

২০২২ সালের বাজেটে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা

দেশ ও বিশ্বকে রীতিমতো গোড়া থেকে নাড়িয়ে দিয়েছে করোনা মহামারী। রোগের কারণে মানুষের মানসিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটাই। বেকারত্ব এবং অসময়ে প্রিয়জন হারানোর শোকের কারণে অনেকেই হতাশায় পড়েছেন। করোনার কারণে বলিউড সহ অন্যান্য প্রায় সমস্ত প্রতিষ্ঠানের কাজই খারাপভাবে প্রভাবিত হয়েছে। ছবি মুক্তিতে বিলম্ব, নির্মাণে বিলম্ব ছাড়াও কাজ পাননি অনেকেই। এমন পরিস্থিতিতে কোভিড-১৯ আর্থ-সামাজিক অবস্থা ভেঙে দিয়েছে। এই সবের মধ্যেই মঙ্গলবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২২ সালের বাজেট পেশ করেছেন। এ সময় বিভিন্ন এলাকার জন্য অনেক বড় ঘোষণাও করা হয় (Rajkummar Rao on Budget 2022)।

advertisement

আরও পড়ুন: বিপদ এখনও কাটেনি, ওমিক্রনের ভয়ানক ঢেউ দেখবে বহু দেশ! ফের সতর্ক করল WHO

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

আজকাল রাজকুমার রাও তাঁর আসন্ন ছবি 'বাধাই দো'-এর প্রচার করছেন। ছবিতে, যেখানে রাজকুমারকে একজন মহিলা পুলিশ স্টেশনের একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে, সেখানে ভূমিকে একজন পিটি শিক্ষকের ভূমিকায় দেখবেন দর্শকরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajkummar Rao on Budget 2022: বাজেটে এই ঘোষণায় খুশি রাজকুমার রাও, ধন্যবাদ দিলেন অর্থমন্ত্রীকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল