২৫ অগাস্ট মুক্তি পাবে 'লক্ষ্মী ছেলে'। জোড় কদমে চলছে প্রচার। সেই প্রচারে সম্প্রতি রবীন্দ্রসদনের সামনে পথনাটিকা করলেন লক্ষী ছেলের টিম। একরাশ কর্মব্যস্ত মানুষের ভিড়ে হঠাৎ দেখা গেল সাদা টি শার্ট পড়া একদল ছেলে মেয়েদের। কানে ভেসে আসতে লাগলো হালকা বাদ্যযন্ত্রের আওয়াজ। ক্রমশ জোরালো হতে লাগল আওয়াজ, মানুষের উৎসাহ বাড়তে লাগল, শুরু হল ভিন্ন স্বাদের এক পথনাটিকা(Street Play)। চোখের সামনে দেখা মিলল একরাশ তারকা মুখ, সাথে ‘লক্ষ্মী ছেলের’।
আরও পড়ুন: 'পুষ্পা'-এর দ্বিতীয় সিক্যুয়েলে আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানারা অভিনয় করবেন পশ্চিমবাংলার মাটিতে
ছৌ-নাচ, গানে-সংলাপে তারুণ্যের গল্প শোনাল ‘লক্ষ্মী ছেলের’ দল। উইন্ডোজ প্রোডাকশন হাউসের আসন্ন ছবি ‘লক্ষ্মী ছেলে’-র প্রচারে দেখা গেল অভিনব এক আয়োজন।
সম্প্রতি উজান গাঙ্গুলির ইনস্টাগ্রাম পোস্ট দেখে তালে তালে নেচে উঠলেন দর্শক। এক ঝাঁক নবীন ছেলেমেয়ের নাচ। উজানের গলায় গান, 'কালো জলে কুচলা তলে', আর তাতে ক্যাপশন লেখা রয়েছে, 'শহর জুড়ে লক্ষ্মী ছেলের আগমনী উৎসব! আসছে ২৬শে অগাস্ট...'।
আরও পড়ুন: বলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা? কী ইঙ্গিত দিলেন শাহিদ?
আপাতত লক্ষ্মী ছেলে মুক্তির অপেক্ষায় সকলে৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির গল্প মন ছুঁয়ে যায়৷ তিনি গল্প বলতে ভালবাসেন এবং তাঁর ছবিতেও উঠে আসে সাধারণ মানুষের কথা৷ ছবির প্রচারেও রয়েছে অভিনবত্ব৷ পথ নাটিকার মাধ্যমে তুলে ধরা হচ্ছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ, যার কথা বলে লক্ষ্মী ছেলে ছবিটিও৷ এভাবে প্রচারের সময় সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে পেরেও আপ্লুত উজান৷ এভাবে তিনিও সাধারণের মধ্যে এবং সাধারণভাবেই জীবনে এগিয়ে যেতে চান, ফেসবুক লাইভে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি৷