এমনই সময়ে তাঁর নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এল। পল্লবী শর্মা এবং রুবেল দাসের পরবর্তী মেগা 'নিম ফুলের মধু'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল উদয়কে। রুবেলের পরিবারের সদস্য হিসাবে দেখা যাবে অভিনেতাকে। একইসঙ্গে লিলি চক্রবর্তী, বিশ্বনাথ বসু, অরিজিতা মুখোপাধ্যায়ের তাবড় তাবড় শিল্পীরা অভিনয় করছেন জি বাংলায় এই ধারাবাহিকে।
এমনিতেই 'মিঠাই' মেগা শেষ হয়ে যাওয়ার জল্পনা চলছে চারদিকে। তারই মধ্যে নতুন মেগাতে দেখা গেল উদয়কে। প্রশ্ন জাগছে, তবে কি মেগা শেষ হতে চলছে? নাকি উদয় 'মিঠাই' ছেড়ে দেবেন?
আরও পড়ুন: সিঁদুর, প্রেম মিলেমিশে একাকার, কীভাবে বিজয়ার লালে রাঙা হলেন টলি তারকারা, রইল ছবি
দুই প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা। নিউজ18 বাংলাকে উদয় জানালেন, দু'টি ধারাবাহিকেই কাজ করবেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় না করলে একাধিক ধারাবাহিকে একসঙ্গে কাজ করাটা কঠিন নয়। তার উপরে এই দু'টি মেগাই একই প্রযোজনা সংস্থার। তাই সময় নিয়ে টানাটানি পড়বে না।
আরও পড়ুন: দুর্গাপুজোর সপ্তাহে 'গৌরি এল'-এর জয়জয়কার! TRP-তে 'মিঠাই' সেই অন্ধকারেই
তবে উদয়ের কথায়, ''আমার কাছে চিরকাল বেশি গুরুত্বপূর্ণ 'মিঠাই'। শুরু থেকে এই পরিবারের সঙ্গে রয়েছি। আর অনেকেই বলছেন, টিআরপি কমছে বলে নাকি মেগা বন্ধ হয়ে যাবে। আমার কাছে এ রকম কোনও খবর নেই। অন্তত আগামী দু'তিন মাসে এমন কিছু ঘটবে না। তবে হ্যাঁ, সব ধারাবাহিকই তো শেষ হয়। এটাও হবে। তবে এখনই না। আর এক সময়ে একটানা বাংলা সেরা ছিলাম আমরা। প্রতি সপ্তাহে টিআরপি তালিকার উপরে। চিরকাল তো সেটা ধরে রাখা সম্ভব নয়। আর নতুন ধারাবাহিক আসছে। তারাও তো ভাল করছে। নম্বর তো তারাও পাবে।''