TRENDING:

Viral Video: রাস্তায় শুয়ে গড়াগড়ি, হাত পেতে ভিক্ষা নিচ্ছেন উদয়! বিয়ের ২ মাসের মধ্যেই পথে বসলেন! হঠাৎ কী হল?

Last Updated:

Viral Video: বিয়ের ২ মাস হতে না হতেই রাস্তায় বসলেন অভিনেতা৷ কী এমন হল যে রাস্তায় বসতে হলউদয়কে৷ যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সদ্যই মাস দুয়েক আগে বিয়ে করে সংসার পেতেছেন টেলি অভিনেতা উদয় প্রতাপ সিং৷ দীর্ঘদিনের প্রেমিকা অনামিকার সঙ্গে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই নতুন পথচলা শুরু করেছেন নায়িকা৷ তবে বিয়ের ২ মাস হতে না হতেই রাস্তায় বসলেন অভিনেতা৷ কী এমন হল অভিনেতার যে রাস্তায় বসতে হল অভিনেতাকে৷ যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷
advertisement

সারা গায়ে মাখা কালিঝুলি নোংরা জামাকাপড়, কালো চাদর গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অভিনেতা৷ তারপর আবার রাস্তার মাঝখানেই শুয়ে পড়ছেন উদয়৷ আবার হাত পেতে ভিক্ষাও করছেন অভিনেতা৷ কিন্তু কেন এই অবস্থা হল অভিনেতার,তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন উদয় প্রতাপ সিং৷

advertisement

আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

আরও পড়ুন- থামছিল না রক্তক্ষরণ, মাতৃগর্ভেই হতে পারত মৃত্যু, লড়াই করে জন্ম শিল্পার! তারপর…

বিষয়টা একটু খোলসা করে বলা যাক, আসলে পুরো ভিডিওটাই মজার ছলে করা হয়েছে৷ নীল চট্টোপাধ্যায় ও উদয় মিলেই এটা করেছেন৷ ভিখারির মতো সেজে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছেন অভিনেতা৷ তার এই হাল দেখে তাঁর বাটিতে খুচরো পয়সা দিয়ে গেছেন কয়েকজন৷ এদিন সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, ‘বিয়ের দুমাস পরেই পথে বসলেন অভিনেতা উদয়।’ এই পোস্টে তাঁর বন্ধু তথা অভিনেতা নীল চট্টোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন উদয়৷ তাঁর এই মজার ভিডিও তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অনেক ধন্যবাদ নীল চট্টোপাধ্যায়, তুমি না থাকলে এটা হতো না। কী সুন্দর শট নিয়েছ।’ অভিনেতার এই ভিডিও দেখে কমেন্ট ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে সকলের মধ্যে নজর কেড়েছেন অভিনেতার স্ত্রী অনামিকার পোস্ট৷ স্বামীর এই অবস্থা দেখে বেজায় চটেছেন অভিনেত্রী৷ অনামিকা কমেন্টে লেখেন, ‘আজ আর বাড়ি ফিরতে হবে না, বাই বাই।’ বাড়ি গিয়ে কী হবে সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে তার এই মজার ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন ভক্তরা, তা কমেন্টেই স্পষ্ট৷ উল্লেখ্য, বর্তমানে উদয়কে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যাচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: রাস্তায় শুয়ে গড়াগড়ি, হাত পেতে ভিক্ষা নিচ্ছেন উদয়! বিয়ের ২ মাসের মধ্যেই পথে বসলেন! হঠাৎ কী হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল