সংবাদমাধ্যমের কাছে সিজানের মায়ের দাবি, তুনিশার থেকে টাকা নিতেন তাঁর মা বনিতা শর্মা। সেই অভিযোগ নাকচ করে প্রয়াত অভিনেত্রীর মা বলেন, "তুনিশা আমার প্রাণ ছিল। ও কখনও আমার থেকে কিছু লুকোয়নি। শেষ তিন-চার মাসে সিজানের পরিবারের সঙ্গে তুনিশা ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। পুরো পরিবার মিলে তুনিশাকে ব্যবহার করেছে। সিজানের মা বলেছে আমি নাকি ওকে (তুনিশা) টাকা দিতাম না। শেষ তিন মাসে আমি ওকে তিন লাখ টাকা দিয়েছি।"
advertisement
আরও পড়ুন: বেশরম রং-এর ঘোর বাস্তবেও? দীপিকা জন্মদিন কাটালেন হলুদ বিকিনিতে, কটাক্ষ নায়িকাকে!
আরও পড়ুন: সাফল্যের শীর্ষে তোমাকে দেখতে চাই... জন্মদিনে দীপিকাকে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের
সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাবি, নিজের মা বনিতা শর্মার সঙ্গে নাকি তুনিশার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। একবার নাকি নিজের মেয়ের গলা টিপতে গিয়েছিলেন বনিতা। এ ছাড়াও সিজানের পরিবার দাবি করে, ছোটবেলার কিছু ঘটনার জন্য মানসিক অবসাদে ভুগতেন অভিনেত্রী।
তুনিশার পরিবারের পাল্টা অভিযোগ, অভিনেত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তুনিশা। সেই মানসিক আঘাত সহ্য না করতে পেরেই নাকি এই চরম সিদ্ধান্ত নেন তিনি।