এমনই অবস্থায় সমস্যার সমাধানে পদক্ষেপ নিলেন মেগার নির্মাতারা। প্রত্যেক কলাকুশলীকে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে তাঁরা আতঙ্ক, অবসাদ সারিয়ে ওই ধারাবাহিকের কাজে ফিরতে পারেন।
আরও পড়ুন: মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে কার সঙ্গে ভিডিও কল করেন তুনিশা? উঠে এল শিউরে ওঠার মতো তথ্য
advertisement
সম্প্রতি মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ এই বিষয়ে মুখ খোলেন। তাঁর কথায়, "তুনিশা চলে যাওয়ার পর ওই সেটে ফিরে কাজ করা মোটেই সহজ নয়। তাই কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। শিশুশিল্পীদের কাউকেই যদিও এখন ডাকা হবে না বলে স্থির করা হয়েছে। সকলেই ভেবেছিলাম যে মেগা বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা মেগার সঙ্গে কত মানুষের রুজিরোজগার জড়িয়ে থাকে! তাই হুট করে বন্ধ করা হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। সত্যি বলতে, আমি একদমই প্রস্তুত ছিলাম না। ঠিক আগের দিন রাতে জানতে পারি যে শ্যুট শুরু হবে। কিন্তু আমরা সকলেই তুনিশাকে খুব মিস করছি।"
আরও পড়ুন: মেয়ের ফোন ভেঙে শ্বাসরোধের চেষ্টা করেছিলেন! তুনিশার মাকে নিয়ে বিস্ফোরক সিজানের আইনজীবী
ইতিমধ্যে 'আলিবাবা: দাস্তান-এ-কবুল'-এর দ্বিতীয় সিজনের প্রোমো বেরিয়ে গিয়েছে। যেখানে তুনিশার প্রাক্তন প্রেমিক এবং সহকর্মী, সিজান খানের জায়গায় দেখা যাবে অভিষেক নিগামকে। কারণ তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কারাবন্দি সিজান।
গত সোমবারই সকলে আবার সেটে ফিরেছেন। প্রথমেই পুজো করা হয়েছে সেটে। যেই মেকআপ রুমে তুনিশাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই ঘরটি তালাবন্ধ রাখা হয়েছে। অন্যদিকে বাকি সেটে নতুন রং করা হয়েছে। তাও কাজে মন বসছে না কলাকুশলীদের।