মেয়ের ফোন ভেঙে শ্বাসরোধের চেষ্টা করেছিলেন! তুনিশার মাকে নিয়ে বিস্ফোরক সিজানের আইনজীবী

Last Updated:

সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে সিজানের পরিবার তুনিশার মায়ের অভিযোগের পাল্টা জবাব দেয়। শৈলেন্দ্র মিশ্রের দাবি, তুনিশার মা নাকি তাঁর শ্বাসরোধের চেষ্টা করেছিলেন একবার!

#মুম্বই: গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেটে আত্মঘাতী হন নায়িকা তুনিশা শর্মা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর প্রাক্তন প্রেমিক সিজান খানকে গ্রেফতার করেছে ওয়ালিভ পুলিশ। আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজান। এরই মাঝে দুই পরিবারের বাগবিতণ্ডা চলছে ক্রমাগত। অভিযোগ, তার পরেই পাল্টা অভিযোগ। তুনিশার মায়ের সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন সিজানের আইনজীবী।
শৈলেন্দ্র মিশ্রের দাবি, তুনিশার মা নাকি তাঁর শ্বাসরোধের চেষ্টা করেছিলেন একবার! সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে সিজানের পরিবার তুনিশার মায়ের অভিযোগের পাল্টা জবাব দেয়। যেখানে বিবিধ অভিযোগের মাঝেই সিজানের আইনজীবী এই অভিযোগ তোলেন প্রয়াত নায়িকার বিরুদ্ধে।
advertisement
advertisement
আইনজীবীর দাবি, নিজের মা বনিতা শর্মার সঙ্গে নাকি তুনিশার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। একবার নাকি নিজের মেয়ের গলা টিপতে গিয়েছিলেন বনিতা। এ ছাড়াও সিজানের পরিবার দাবি করে, ছোটবেলার কিছু ঘটনার জন্য মানসিক অবসাদে ভুগতেন তুনিশা। এক আঙ্কল সঞ্জীব কৌশলের কথা উল্লেখ করেন তাঁরা৷ অভিযোগ, এই ব্যক্তিকে ভয় পেতেন তুনিশা৷ এমনকি সিজানের বোনেরা তুনিশার মাকেও তার শৈশবের মানসিক ট্রমার কারণ হিসাবে দায়ী করেছেন৷ সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র বলেন, "সেই সঞ্জীব কৌশলের নাম শুনে তুনিশা আতঙ্কিত হয়ে পড়তেন। সঞ্জীব কৌশলের প্ররোচনায় তুনিশার মা তাঁর ফোন ভেঙে দিয়েছিলেন৷"
advertisement
আইনজীবীর দাবি, সেই ব্যক্তি নাকি তুনিশার কাকা আঙ্কল নন, এবং তাঁর পরিবারের সঙ্গে রক্তের সম্পর্কই নেই। বনিতা এবং এই সঞ্জীব নাকি জোর করে তুনিশাকে কাজ করাতেন। মেয়ের সমস্ত রোজগার নিজের কব্জায় করে নিয়েছিলেন বনিতা, মেয়েকে খাবার কেনার টাকাও নাকি দিতেন না তিনি, এমনই অভিযোগ শৈলেন্দ্রর।
advertisement
আইনজীবীর কথায়, ''লকডাউনের পর বনিতা এবং সঞ্জীব তুনিশাকে জোর করে চণ্ডীগড়ে পাঠিয়ে দিচ্ছিলেন। কিন্তু তুনিশা রাজি হননি। আর তাই তুনিশার ফোন ভেঙে দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন। সেই সময়ে তুনিশা যে ধারাবাহিকে কাজ করছিলেন, তার পরিচালককে তিনি এই কথাগুলি বলেছিলেন। তা ছাড়া কয়েকজন বন্ধু এবং সহকর্মীকেও জানিয়েছিলেন এই ঘটনার কথা।''
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ের ফোন ভেঙে শ্বাসরোধের চেষ্টা করেছিলেন! তুনিশার মাকে নিয়ে বিস্ফোরক সিজানের আইনজীবী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement