মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে কার সঙ্গে ভিডিও কল করেন তুনিশা? উঠে এল শিউরে ওঠার মতো তথ্য

Last Updated:
কিন্তু কে এই আলি? আইনজীবীর দাবি, ব্রেক-আপের পরে একটি ডেটিং সাইট জয়েন করেন তুনিশা, আর সেখানেই পরিচয় হয় এই আলি নামের ব্যক্তির সঙ্গে৷
1/5
প্রেমিক শিজান নয়, বরং মৃত্যুর ১৫ মিনিট আগে অন্য কারও সঙ্গে কথা বলেছিলেন প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মা৷ শিজানের আইনজীবীর দাবিতে উঠে আসছে সেই চমকে দেওয়া তথ্য৷
প্রেমিক শিজান নয়, বরং মৃত্যুর ১৫ মিনিট আগে অন্য কারও সঙ্গে কথা বলেছিলেন প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মা৷ শিজানের আইনজীবীর দাবিতে উঠে আসছে সেই চমকে দেওয়া তথ্য৷
advertisement
2/5
আলি বাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে ২০ বছরের তুনিশার নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ওয়াশরুমে গিয়েছিলেন নায়িকা, তার পর অনেকক্ষণ না বেরোলে দরজা ভেঙে মেকআপ রুমে ঢোকা হয়। সেখানেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তুনিশার। তারপর থেকে মৃত্যুতদন্ত চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
আলি বাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে ২০ বছরের তুনিশার নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ওয়াশরুমে গিয়েছিলেন নায়িকা, তার পর অনেকক্ষণ না বেরোলে দরজা ভেঙে মেকআপ রুমে ঢোকা হয়। সেখানেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তুনিশার। তারপর থেকে মৃত্যুতদন্ত চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
advertisement
3/5
তুনিশার পরিবারের দিকে আঙুল তুলছেন তাঁর প্রেমিক৷ তুনিশা শর্মা মৃত্যুর মামলায় ধৃত অভিনেতা শিজান খানের পরিবারতুলিশারই এক আঙ্কল-এর কথা উল্লেখ করেন৷ অভিযোগ, এই ব্যক্তিকে ভয় পেতেন তুলিশা৷ এমনকী শিজানের বোনেরা তুনিশার মাকেও তার শৈশবের মানসিক ট্রমার কারণ হিসাবে দায়ি করেছেন৷
তুনিশার পরিবারের দিকে আঙুল তুলছেন তাঁর প্রেমিক৷ তুনিশা শর্মা মৃত্যুর মামলায় ধৃত অভিনেতা শিজান খানের পরিবারতুলিশারই এক আঙ্কল-এর কথা উল্লেখ করেন৷ অভিযোগ, এই ব্যক্তিকে ভয় পেতেন তুলিশা৷ এমনকী শিজানের বোনেরা তুনিশার মাকেও তার শৈশবের মানসিক ট্রমার কারণ হিসাবে দায়ি করেছেন৷
advertisement
4/5
মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে কার সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী তুলিশা শর্মা? অভিযুক্ত শিজানের আইনজীবীর বয়ানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ আলি নামে কোনও এক ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল তুনিশার৷ এমনটাই জানাচ্ছেন তুনিশার প্রেমিকের আইনজীবী৷
মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে কার সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী তুলিশা শর্মা? অভিযুক্ত শিজানের আইনজীবীর বয়ানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ আলি নামে কোনও এক ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল তুনিশার৷ এমনটাই জানাচ্ছেন তুনিশার প্রেমিকের আইনজীবী৷
advertisement
5/5
কিন্তু কে এই আলি? আইনজীবীর দাবি, ব্রেক-আপের পরে একটি ডেটিং সাইট জয়েন করেন তুনিশা, আর সেখানেই পরিচয় হয় এই আলি নামের ব্যক্তির সঙ্গে৷
কিন্তু কে এই আলি? আইনজীবীর দাবি, ব্রেক-আপের পরে একটি ডেটিং সাইট জয়েন করেন তুনিশা, আর সেখানেই পরিচয় হয় এই আলি নামের ব্যক্তির সঙ্গে৷
advertisement
advertisement
advertisement