পরবর্তীতে আলাপ হয় তার অফিসের এইচ আর সুপ্রতিমের সঙ্গে। তার সঙ্গে সম্পর্কে জড়ায় সুমিতা।পরবর্তীতে তাদের বিয়েও হয়। বিয়ের পরে সুপ্রতিম চাকরি হারিয়ে বিপথে চালিত হয় এবং পরিবারে নেমে আসে এক বড় বিপর্যয়। সেখান থেকে ছবির মোড় নেয় অন্যদিকে। সুমিতার জীবন কোন পথে এগোয়? কেনই বা ৫০ বছরের প্রৌঢ়ার লুক? তা খোলসা করে বলতে নারাজ ছবির নায়িকা। তুহিনার কথায়, “ এই ছবিটির চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। তিনটি বয়সের লুকে অভিনয় করার জন্যই সুমিতার চরিত্রটি বেছে নেওয়া।”
advertisement
আরও পড়ুন: ‘প্রেমিকা’ সেক্রেটারির সঙ্গে সহবাস করেন রেখা? চাঞ্চল্যকর দাবি রহস্যময়ীর জীবনীতে
আরও পড়ুন: হাসপাতালের শয্যায় মৌনী রায়! ৯ দিন টানা হাতে স্য়ালাইন, কী হয়েছিল বলিউডের বঙ্গসুন্দরীর
চলতি বছরের গোড়ার দিকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রস্থেটিক মেকআপের লুক দর্শকদের মন কেড়ে ছিল। এবার প্রস্থেটিক মেকআপের লুকে তুহিনাকে দেখতে পাবেন দর্শক।অভিজিৎ নায়েক পরিচালিত ও প্রযোজিত ‘সিঁড়ি’ ছবিতে তুহিনা ছাড়াও রয়েছেন ঋজু, ইন্দ্রজিৎ মজুমদার, মানসী সিনহা, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো অভিনেতারা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম দত্ত। ছবিতে গান গেয়েছেন লোপামুদ্রা দত্ত, শোভন গঙ্গোপাধ্যায় এবং সুপ্রিয়া চক্রবর্তী। ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতে। চলতি বছরের নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘সিঁড়ি’।