Rekha Is In Live-In Relationship: ‘প্রেমিকা’ সেক্রেটারির সঙ্গে সহবাস করেন রেখা? চাঞ্চল্যকর দাবি রহস্যময়ীর জীবনীতে

Last Updated:

Rekha Is In Live-In Relationship: ফরজানা ছাড়া আর কেউই রেখার শোওয়ার ঘরে ঢোকার অনুমতি পান না৷

মুম্বই : রহস্যময়ী রেখার ব্যক্তিগত জীবন সব সময়ই থেকেছে আতসকাচের নীচে৷ অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও টিনসেল টাউনে তীব্র চর্চিত৷ এরই মাঝে নায়িকার জীবনী ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’ অনুযায়ী, বর্ষীয়ান অথচ চিরতরুণী রেখা তাঁর সেক্রেটারি ফরজানার সঙ্গে সহবাসের সম্পর্কে আছেন৷ জানা যাচ্ছে, ফরজানা ছাড়া আর কেউই রেখার শোওয়ার ঘরে ঢোকার অনুমতি পান না৷ রেখার জীবনীতে এক বিশেষজ্ঞ বলেছেন, ‘‘রেখার আদর্শ সঙ্গী ফরজানা৷ তিনি রেখার পরামর্শদাতা, বন্ধু এবং সমর্থক৷ তাঁকে ছাড়া রেখা থাকতেই পারেন না৷ এমনকি, শুধুমাত্র রেখার বিশ্বস্ত সচিব ফরজানা-যাঁকে অনেকেই তাঁর প্রেমিক বলেন, তিনিই একমাত্র অনুমতি পেয়েছেন রেখার শোওয়ার ঘরে প্রবেশের৷ বাড়ির পরিচারক পরিচারিকাদেরও সেখানে প্রবেশের অনুমতি নেই৷’’ রেখার জীবনীর এই অংশ উদ্ধৃত করেই প্রতিবেদন পেশ করেছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম৷
জীবনীতে দাবি করা হয়েছে রেখার ব্যক্তিগত জীবন, তাঁর দৈনন্দিন কাজ সবই নখদর্পণে থাকে সেক্রেটারি ফরজানার৷ এমনকি, অভিনেত্রী কার সঙ্গে কথা বলছেন, সে দিকেও নজর রাখেন ফরজানা৷ তাঁর জীবনীতে বলা হয়েছে, ‘‘রেখার জীবনে এবং বাড়িতে সব কিছু নিয়ন্ত্রণ করেন ফরজানা৷ তাঁকে ছাড়া রেখার কাছে যাওয়ার উপায় নেই৷ রেখার জন্য আসা সব ফোন কল প্রথমে ফরজানা ধরেন৷ কার্যত তিনিই রেখার জীবনের প্রতি মুহূর্ত সাজিয়ে দেন৷’’ রেখার আইকনিক সাজসজ্জার পিছনেও ফরজানারই অবদান আছে বলে দাবি জীবনীতে৷
advertisement
advertisement
প্রসঙ্গত দিল্লির ব্যবসায়ী মুকেশ অগরওয়ালকে ১৯৯০ সালে বিয়ে করেছিলেন রেখা৷ তবে তাঁদের দাম্পত্য সাত মাসের বেশি স্থায়ী হয়নি৷ আত্মঘাতী হন মুকেশ৷ সে সময় রেখা ছিলেন লন্ডনে৷ জীবনীতে এও দাবি করা হয়েছে ফরজানার সঙ্গে সম্পর্কের কারণেই চরম সিদ্ধান্ত নেন মুকেশ৷ এর আগে সংবাদমাধ্যমে রেখা দাবি করেছিলেন ফরজানা তাঁর আত্মিক বোন৷ কিন্তু জীবনীতে ইঙ্গিত, তাঁদের সম্পর্কে যৌনতার দিকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rekha Is In Live-In Relationship: ‘প্রেমিকা’ সেক্রেটারির সঙ্গে সহবাস করেন রেখা? চাঞ্চল্যকর দাবি রহস্যময়ীর জীবনীতে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement