অন্যদিকে, ‘নিম ফুলের মধু’ এবার দ্বিতীয়। যদিও পর্ণা-সৃজনের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নানা চর্চা হয়েছিল। কিন্তু তাতেও প্রথম স্থানে জায়গা করতে পারেনি মেগা। শুরু থেকেই ফুলকি জায়গা করে নিয়ে ছিল দর্শকদের মনে। এবারও তিন নম্বরে নিজের জায়গা ধরে রাখল ‘ফুলকি’।
আরও পড়ুন: প্রথম সপ্তাহেই ধামাকা ‘কথা’র! সেরার সেরা কে? ‘জগদ্ধাত্রী’ ফিরে পেল কি তার হারানো জায়গা
advertisement
চতুর্থ ও পঞ্চমে রয়েছে ‘গীতা এলএলবি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। দুটি মেগাই খুব বেশি দিন শুরু হয়নি। গত বেশ কয়েক সপ্তাহের মতো বছরের শুরুতেও সেরা পাঁচে নিজের জায়গা করে নিতে পারল না ‘অনুরাগের ছোঁয়া’। এবারের মেগা ষষ্ঠ। তার সঙ্গে যুগ্ম ভাবে স্থান দখল করে আছে ‘কার কাছে কই মনের কথা’।
আরও পড়ুন: জগদ্ধাত্রী হারাল সেরার খেতাব! সূর্য-দীপার মুখে ফুটল হাসি, সেরার সেরা কোন মেগা
এই সপ্তাহে ‘তোমাদের রাণী’ সপ্তমে। অষ্টমে একসঙ্গে জায়গা করে নিয়েছে তিন মেগা ‘সন্ধ্যাতারা’, ‘লাভ বিয়ে আজকাল’, ‘জল থই থই ভালোবাসা’। নবমেও ‘হরগৌরী পাইস হোটেল’, ‘কথা’, ‘তুমি আশেপাশে থাকলে’ একই সঙ্গে তিন মেগা জায়গা করে নিয়েছে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | নিম ফুলের মধু |
তৃতীয় | ফুলকি |
চতুরথ | গীতা এলএলবি |
পঞ্চম | কোন গোপনে মন ভেসেছে |
ষষ্ঠ | অনুরাগের ছোঁয়া, কার কাছে কই মনের কথা |
সপ্তম | তোমাদের রাণী |
অষ্টম | সন্ধ্যাতারা, লাভ বিয়ে আজকাল, জল থই থই ভালোবাসা |
নবম | হরগৌরী পাইস হোটেল, কথা, তুমি আশেপাশে থাকলে |
দশম | ইচ্ছে পুতুল |