Bengali Serial TRP: প্রথম সপ্তাহেই ধামাকা 'কথা'র! সেরার সেরা কে? 'জগদ্ধাত্রী' ফিরে পেল কি তার হারানো জায়গা

Last Updated:

আগের সপ্তাহে টিআরপি টপারের খেতাব হারালেও এই সপ্তাহে সেরার সেরা 'জগদ্ধাত্রী'। তবে 'ফুলকি' নিজের জায়গা ধরে তো রাখতে পারলই না এমনকী দ্বিতীয় স্থানেও জায়গা করে নিতে পারল না 'ফুলকি'। এবার মেগা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

কলকাতা: এই সপ্তাহেও টিআরপি তালিকায় বিরাট বদল। তবে এক সময়ের বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ সেরা পাঁচেও করতে পারল না জায়গা! দীপা-সূর্যের ভুল বোঝাবুঝিতে এবার সপ্তমে পৌঁছে গেল ‘অনুরাগের ছোঁয়া’। আগের সপ্তাহে সেরা পাঁচে জায়গা করতে পারলেও এই সপ্তাহে আবার তলানিতে টিআরপি। দর্শকরা আগ্রহ হারাচ্ছেন মেগা থেকে।
কিন্তু আগের সপ্তাহে টিআরপি টপারের খেতাব হারালেও এই সপ্তাহে সেরার সেরা ‘জগদ্ধাত্রী’। তবে ‘ফুলকি’ নিজের জায়গা ধরে তো রাখতে পারলই না এমনকী দ্বিতীয় স্থানেও জায়গা করে নিতে পারল না ‘ফুলকি’। এবার মেগা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
advertisement
advertisement
তবে দ্বিতীয় স্থানে ‘নিম ফুলের মধু’ নিজের জায়গা ধরে রাখল। অন্যদিকে, তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে এল  ‘গীতা LLB’। নতুন মেগা কথা শুরু হয়েছে মাত্র কিছু দিন হল। তবে তাতেই সকলের মনজয় করে পঞ্চম স্থানে জায়গা করে নিল ‘কথা’। তবে তার সঙ্গে পাশাপাশি পঞ্চমে জায়গা করে নিয়েছে ‘তুঁতে’ও। তবে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে এল ‘তোমাদের রাণী’।
advertisement
অন্যদিকে, ‘অনুরাগের ছোঁয়া’র পাশাপাশি সপ্তমে জায়গা করে নিয়েছে  ‘কার কাছে কই মনের কথা’ ও  ‘সন্ধ্যাতারা’। তবে শেষ সপ্তাহেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখল ‘রাঙা বউ’। এই মেগা জায়গা করে নিয়েছে নবম স্থানে। এই মেগার সঙ্গেই একই স্থানে জায়গা করে নিয়েছে ‘জল থই থই ভালোবাসা’। অন্যদিকে, ‘Love বিয়ে আজকাল’ মেগায় নায়িকার মুখ বদল নিয়ে নানা বিতর্কের পরও সেরা দশে রমরমিয়ে চলছে এই ধারাবাহিক। এই সপ্তাহেও অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ‘তুমি আশেপাশে থাকলে’ জায়গা করে নিয়েছে দশম স্থানে।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমজগদ্ধাত্রী
দ্বিতীয়নিম ফুলের মধু 
তৃতীয়ফুলকি
চতুর্থ গীতা LLB
পঞ্চমকথা, তুঁতে
ষষ্ঠতোমাদের রাণী 
সপ্তমকার কাছে কই মনের কথা,  সন্ধ্যাতারা, অনুরাগের ছোঁয়া
অষ্টমLove বিয়ে আজকাল
নবমরাঙা বউ, জল থই থই ভালোবাসা
দশমতুমি আশেপাশে থাকলে
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: প্রথম সপ্তাহেই ধামাকা 'কথা'র! সেরার সেরা কে? 'জগদ্ধাত্রী' ফিরে পেল কি তার হারানো জায়গা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement