Bengali Serial TRP: প্রথম সপ্তাহেই ধামাকা 'কথা'র! সেরার সেরা কে? 'জগদ্ধাত্রী' ফিরে পেল কি তার হারানো জায়গা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আগের সপ্তাহে টিআরপি টপারের খেতাব হারালেও এই সপ্তাহে সেরার সেরা 'জগদ্ধাত্রী'। তবে 'ফুলকি' নিজের জায়গা ধরে তো রাখতে পারলই না এমনকী দ্বিতীয় স্থানেও জায়গা করে নিতে পারল না 'ফুলকি'। এবার মেগা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
কলকাতা: এই সপ্তাহেও টিআরপি তালিকায় বিরাট বদল। তবে এক সময়ের বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ সেরা পাঁচেও করতে পারল না জায়গা! দীপা-সূর্যের ভুল বোঝাবুঝিতে এবার সপ্তমে পৌঁছে গেল ‘অনুরাগের ছোঁয়া’। আগের সপ্তাহে সেরা পাঁচে জায়গা করতে পারলেও এই সপ্তাহে আবার তলানিতে টিআরপি। দর্শকরা আগ্রহ হারাচ্ছেন মেগা থেকে।
কিন্তু আগের সপ্তাহে টিআরপি টপারের খেতাব হারালেও এই সপ্তাহে সেরার সেরা ‘জগদ্ধাত্রী’। তবে ‘ফুলকি’ নিজের জায়গা ধরে তো রাখতে পারলই না এমনকী দ্বিতীয় স্থানেও জায়গা করে নিতে পারল না ‘ফুলকি’। এবার মেগা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
advertisement
advertisement
তবে দ্বিতীয় স্থানে ‘নিম ফুলের মধু’ নিজের জায়গা ধরে রাখল। অন্যদিকে, তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে এল ‘গীতা LLB’। নতুন মেগা কথা শুরু হয়েছে মাত্র কিছু দিন হল। তবে তাতেই সকলের মনজয় করে পঞ্চম স্থানে জায়গা করে নিল ‘কথা’। তবে তার সঙ্গে পাশাপাশি পঞ্চমে জায়গা করে নিয়েছে ‘তুঁতে’ও। তবে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে এল ‘তোমাদের রাণী’।
advertisement
অন্যদিকে, ‘অনুরাগের ছোঁয়া’র পাশাপাশি সপ্তমে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ও ‘সন্ধ্যাতারা’। তবে শেষ সপ্তাহেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখল ‘রাঙা বউ’। এই মেগা জায়গা করে নিয়েছে নবম স্থানে। এই মেগার সঙ্গেই একই স্থানে জায়গা করে নিয়েছে ‘জল থই থই ভালোবাসা’। অন্যদিকে, ‘Love বিয়ে আজকাল’ মেগায় নায়িকার মুখ বদল নিয়ে নানা বিতর্কের পরও সেরা দশে রমরমিয়ে চলছে এই ধারাবাহিক। এই সপ্তাহেও অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ‘তুমি আশেপাশে থাকলে’ জায়গা করে নিয়েছে দশম স্থানে।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | নিম ফুলের মধু |
তৃতীয় | ফুলকি |
চতুর্থ | গীতা LLB |
পঞ্চম | কথা, তুঁতে |
ষষ্ঠ | তোমাদের রাণী |
সপ্তম | কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা, অনুরাগের ছোঁয়া |
অষ্টম | Love বিয়ে আজকাল |
নবম | রাঙা বউ, জল থই থই ভালোবাসা |
দশম | তুমি আশেপাশে থাকলে |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 3:02 PM IST