TRENDING:

Thanga Darlong Death: ১০৩ বছরে থামল সুরেলা সফর! প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী ডারলং, শোকের ছায়া সঙ্গীত মহলে

Last Updated:

Thanga Darlong Death: প্রয়াত হলেন বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী থাংগা ডারলং৷ সুরের জগতে আচমকাই হল ছন্দপতন৷ রবিবার উনাকোটি জেলার কৈলাসাহারে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ১০৩ বছর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবারও দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী থাংগা ডারলং৷ সুরের জগতে আচমকাই হল ছন্দপতন৷ বার্ধক্যজনিত সমস্যার নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন শিল্পী৷ অবশেষে রবিবার উনাকোটি জেলার কৈলাসাহারে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী৷ মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ১০৩ বছর৷
advertisement

শিল্পী থাংগা ডারলং-ই শেষ ব্যক্তি যিনি বাঁশের তৈরি বাশির মতো দেশীয় বাদ্যযন্ত্র রোসেম বাজাতেন৷ আর কেউই রইল না৷ গত ১৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডারলং৷ এর অনেক আগে থেকেই শয্যাশায়ী ছিলেন তিনি৷ তার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত মহলে৷

আরও পড়ুন-   বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

advertisement

আরও পড়ুন-    সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

ডারলং-এর মৃত্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন৷ শিল্পীর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, ‘রোসেম বাদক কিংবদন্তি শিল্পী ডারলং-জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷ তাঁর প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে৷ সমস্ত শোকাহতদের প্রতি আমার গভীর সমবেদনা৷ ঈশ্বর সকল প্রিয়জনকে এই ক্ষতি সহ্য করার শক্তি দান করুন৷ তাঁর বিদ্রোহী আত্মার শান্তি কামনা করি৷ ওম শান্তি’৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৪ সালে উত্তর-পূর্বে দেশীয় সঙ্গীত সংরক্ষণে অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন থাংগা ডারলং। এবং ২০১৯ সালে ‘সেন্টেনারিয়ান’ বিভাগে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন রোসেম বাদক কিংবদন্তি শিল্পী ডারলং। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সকলে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Thanga Darlong Death: ১০৩ বছরে থামল সুরেলা সফর! প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী ডারলং, শোকের ছায়া সঙ্গীত মহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল