দিন কয়েক আগেই নিজের জন্মদিন পালন করলেন তৃণা। তবে প্রত্যেক বারের মতো এ বছর নীলের সঙ্গে হইহুল্লোড় করতে দেখা যায়নি তাঁকে। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নীল একটি স্টোরি দিয়েছিলেন ঠিকই। তবে জল্পনা তাতে থেমে থাকেনি। অনেকেই বলছেন, বেশ কয়েক দিন ধরে একে অপরের সঙ্গে ঘটা করে ছবি দেওয়ায় ভাটা পড়েছে তাঁদের। তবে কি সত্যিই দূরত্ব বাড়ছে?
advertisement
নিউজ18 বাংলাকে তৃণা বলেন, "আমার আর নীলের মধ্যে সব ঠিক আছে। আমরা এখনও বিচ্ছেদের পথে হাঁটিনি। কোনও সমস্যাই হয়নি আমাদের মধ্যে। নিছক একসঙ্গে ছবি না দেওয়ায় এত চর্চা দেখে অবাক হচ্ছি।"
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবসের সাফল্যের পরেই এ কী হল! তড়িঘড়ি হাসপাতাল ছুটলেন জুনিয়র এনটিআর
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
শোনা যাচ্ছে, তৃণা অসুস্থ থাকাকালীন তাঁকে বাড়িতে রেখেই 'পাঠান' দেখতে চলে গিয়েছিলেন নীল। তা নিয়ে তাঁদের ঘনিষ্ঠমহলে চর্চাও কম হয়নি। এ বিষয়ে তৃণা বলেন, "আমাদের সম্পর্কটা এমন নয় যে, আমি কোথাও না গেলে নীলও সেখানে যেতে পারবে না। পাঠানের টিকিট কাটাই ছিল। অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। তাই বলে ও কেন যাবে না?"
তৃণা মনে করেন, নেটমাধ্যমে ছবি পোস্ট করাই সুখী দাম্পত্যের মাপকাঠি ন। তিনি বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি, তিন মাস নীলের সঙ্গে কোনও ছবি দেব না। আমাদের মা-বাবারা একে অন্যের সঙ্গে ক'টা ছবি পোস্ট করেন? তার মানে তাঁরা কি সুখে নেই? আসলে আমরা সব কিছুই সোশ্যাল মিডিয়া দিয়ে বিচার করতে চাই। সমস্যাটা সেখানেই।"