জড়িয়েছিলেন সোহিনী সরকার এবং তৃণা সাহা। তার পর থেকেই নাকি মুখ দেখাদেখি বন্ধ দুই নায়িকার।
শোনা গিয়েছে, সোহিনীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের দল রয়েছে। হঠাৎ তৃণাও সোহিনীর মতো সুযোগ-সুবিধা দাবি করে বসেন। সেখান থেকেই বিরোধের সূত্রপাত। তৃণার আচরণ নিয়ে শুরু হয় কথা। বিরোধের দ্বিতীয় অধ্যায় শুরু হয় যখন সোহিনী নাকি একটি মেসেজ করেন আর্টিস্টদের গ্রুপে। সূত্রের খবর, সোহিনী সেখানে দাবি করেন, তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ভ্যান পেয়ে আসছেন। অপেক্ষা করলে সকলেই বিশেষ বন্দোবস্ত পেয়ে যাবেন। তবে তিনি কারও নাম না করলেও বিষয়টি বিশেষ ভাল ভাবে নেননি তৃণা। অপমানিত বোধ করে সেট ছাড়েন তিনি।
advertisement
শোনা যাচ্ছে, তৃণার অংশের অনেকটা শ্যুট হয়ে গেলেও সেই সিরিজে আর তাঁকে দেখা যাবে না। অভিনেত্রী বিবাদ মিটিয়ে নিতে চাইলেও নাকি রাজি নন নির্মাতারা। তাঁর পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করতে পারেন অন্য এক জনপ্রিয় অভিনেত্রী। তবে এই গুঞ্জনে শিলমোহর বসেনি এখনও বিষয়টি নিয়ে যদিও তৃণা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে তাঁর পোস্ট করা একটি ভিডিও নিয়ে ইতিমধ্যেই জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। কী দেখা গিয়েছে সেই ভিডিওয়?
আরও পড়ুন: মেকআপ আর্টিস্ট-ভ্যান নিয়ে দুই নায়িকার জোর লড়াই! সোহিনীর উপর রেগে সেট ছাড়লেন তৃণা
আরও পড়ুন: শ্যুটের মাঝে যদি মনে হয় আমি কম পাচ্ছি, ও বেশি কেন, তাহলে… সোহিনী-তৃণার বিরোধ নিয়ে রুদ্রনীল
আপাতভাবে খুবই সাধারণ একটি ভিডিও পোস্ট করেছেন তৃণা। দেখা যাচ্ছে, রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খাচ্ছেন তৃণা। ডায়েটের কড়া ছক থেকে বেরিয়ে এই ফাঁকি বেশ ভালই লেগেছে তাঁর। কিন্তু এতে বিতর্ক কোথায়? যা দেখা যাচ্ছে, তাতে কোনও বিতর্ক নেই। তবে এই ভিডিওর সঙ্গেই একটি অডিও জুড়ে দিয়েছেন তৃণা। সেখানেই খানিক বিতর্কের আভাস পেয়েছেন তাঁর অনুরাগীরা।
সেই অডিওয় শোনা যাচ্ছে, ‘তোমার পরিশ্রমটা কেউ দেখবে না। কিন্তু সবাই দোষ দিতে চলে আসবে। ভাল কিছু না করতে পারলে, সকলে তোমার খুঁত ধরবে। কিন্তু যদি ভাল কিছু ঘটে যায়, সবাই বলবে ভাগ্যের জন্য হয়েছে। পৃথিবী একটা সোজা নিয়ম বোঝে। যার ক্ষমতা আছে, পৃথিবী তাদের সঙ্গেই চলে।’
অনেকেই মনে করছেন, সাম্প্রতিক সময়ের বিতর্কের জবাব এই ভিডিওর মাধ্যমে আকারে-ইঙ্গিতে জবাব দিয়েছেন তৃণা। তবে সত্যিই কি তাই? এ বিষয়ে এখনই কিছু বলছেন না তৃণা।