TRENDING:

TV Actress: চরম খারাপ অবস্থা...! রাস্তায় পাগলের মতো ঘুরছেন জনপ্রিয় টলি অভিনেত্রী, কেন এমন হল নায়িকার? ছবি দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

TV Actress: একসময় অভিনয় করতেন বাংলার একটি জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে কিন্তু আজ ভবঘুরের মত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কলকাতার এই জনপ্রিয় টেলি অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ভবঘুরের মত ঘুরে বেড়াচ্ছেন এক মহিলা কিন্তু বলছেন ঝরঝরে ইংরেজি যা দেখে রীতিমতো হতবাক স্থানীয়রা সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। জানেন কে এই মহিলা? মহিলার পরিচয় জানলে অবাক হবেন আপনিও। একসময় অভিনয় করতেন বাংলার একটি জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে কিন্তু আজ ভবঘুরের মত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কলকাতার এই জনপ্রিয় টেলি অভিনেত্রী।
advertisement

পরনে কাল শার্ট ও হাফ প্যান্ট, এলোমেলো চুল ভবঘুরের মত হেঁটে চলেছেন বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক দিয়ে। হঠাৎই বৃষ্টি শুরু হলে তিনি আশ্রয় নেন খন্ডঘোষ ব্লকের আমিলা বাজারে একটি বিশ্রামাগারে। স্থানীয় যুবকেরা প্রথমে অবাক হয়ে যান। কে এই মহিলা? কথা বলতেই অবাক হয়ে যান তারা। তিনি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ঝরঝরে ইংরেজিতে কিন্তু কথা বলার ছন্দে কোনও সামঞ্জস্য নেই। কখনও তিনি বলছেন, ‘ আমি বেহালার মেয়ে’, আবার কখনও বলছেন, ‘আমি বোলপুর থেকে এখানে এসেছি’। কিন্তু এরপরেই তিনি যখন তার নাম বলেন ও পরিচয় দেন তখনই হতবাক হয়ে যান সকলে। তিনি তার নাম বলেন সুমি হর চৌধুরী এবং তিনি টেলি অভিনেত্রী। একসময় অভিনয় করেছেন বাংলার একটি জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকেও।

advertisement

আরও পড়ুন-৮ বছর ধরে সাপের সঙ্গে…! গুহার মধ্যে যা করছিলেন এই মহিলা, ভিতরে ঢুকতেই ছিটকে বেরিয়ে এলেন পুলিশ, কারণটা কী?

পরে তার বলা নাম সোশ্যাল মিডিয়া সার্চ করতেই দেখা যায় তার প্রোফাইলে একাধিক অভিনয়ের ক্লিপিংস। তিনি সত্যিই বাংলার জনপ্রিয় একটি চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করতেন। তার অভিনয়ের দক্ষতাও অসাধারণ। তবে বর্ধমানে তিনি কোথা থেকে এলেন? কেনই বা এই অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি?

advertisement

আরও পড়ুন-‘মহাপ্রলয়’ শুরু…! বক্রী হচ্ছে বুধ, গ্রহরাজের বিপরীত চালে কাঁপবে ত্রিলোক, কে জিতবে লটারি, কার কপাল পুড়বে? জানুন আপনার ভাগ্যে কী?

স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই টেলি অভিনেত্রীকে উদ্ধার করে নিয়ে যায় খণ্ডঘোষ থানার পুলিশ। পরে তাকে নিয়ে আসা হয় বর্ধমান মহিলা থানায়। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে তাকে একটি হোমে রাখা হয়েছে এবং তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তিনি বর্ধমানে কীভাবে এলেন, কোথা থেকে এলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে বর্ধমান মহিলা থানার পুলিশ।

advertisement

সায়নী সরকার 

বাংলা খবর/ খবর/বিনোদন/
TV Actress: চরম খারাপ অবস্থা...! রাস্তায় পাগলের মতো ঘুরছেন জনপ্রিয় টলি অভিনেত্রী, কেন এমন হল নায়িকার? ছবি দেখলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল