আরও পড়ুন 'যশের সঙ্গে নুসরতের প্রেমের গুঞ্জনে আমার মন ভেঙেছে! যশ তো শুধুই আমার'...
যশের একনিষ্ঠ ভক্ত স্যান্ডি (Sandy Saha)৷ তিনি যশকে বিয়ে পর্যন্ত করতে চান! এমন কথাও বারবার বলেছেন জনপ্রিয় ইউটিউবার (Kolkata Youtuber Sandy Saha)৷ এই প্রস্তাবে কোনও রাখঢাক করেননি স্যান্ডি৷ এটা শুনতে অবাক লাগলেও, যারা স্যান্ডির ফলোয়ার তারা জানেন যে স্যান্ডির পক্ষে কিছুই অসম্ভব নয়৷ তাঁর ভিডিওগুলো সেসবের সাক্ষী৷ আর যশের প্রতি নিজের মনোভাব গোপন করেননি তিনি, কোনও দিন৷ এমনকী নিজের হোয়াটসঅ্যাপে রেখেছেন যশের সঙ্গে তাঁর ছবিও৷
advertisement
যশের (Yash Dasgupta) পোস্ট করা বেশির ভাগ ছবিতে কমেন্ট করেন স্যান্ডি এবং সেগুলি সবই খুব রোম্যান্টিক৷ "আমি তো চাই যশকে বিয়ে করতে" নিউজ 18 বাংলায় এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন স্যান্ডি৷ এবার যেন সেই স্বপ্নপূরণ হল তাঁর! স্যান্ডি সাহা একটি ভিডিও প্রকাশ করলেন, যাতে দেখা গেল তাঁর সিঁথি রাঙিয়ে দিচ্ছেন যশ দাশগুপ্ত! তবে সিঁদুরে নয়, কমলা রঙে৷ কিন্তু স্যান্ডির উপস্থাপনায় এমন মনে হচ্ছে যে সত্যিই যেন যশ তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন! এতটাই আল্পুত স্যান্ডি৷
তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মজার ছলে বলেন যে বিয়েটা সেরেই ফেলেছেন তিনি! এবং একই সঙ্গে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়ে দেন যে "এখনও তো কত কী করার বাকি আছে"! এসবের মধ্যে নিখাদ মজা পেয়েছেন নেটিজেনরা, যেমন মজা পান স্যান্ডির (Sandy Saha) অন্যান্য ভিডিও দেখেও৷ তাই তো দিনে দিনে স্যান্ডির ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে নেট দুনিয়ায়৷
এমটিভির এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে মাতিয়ে দিয়েছিলেন বাংলা এই ইউটিউবার (Sandy Saha Videos) ৷ তারপর থেকে নিজের ইউটিউব চ্যানেলে তিনি খুবই সক্রিয়৷ বিতর্ক যে হয় না তাঁকে নিয়ে তেমন নয়৷ তবে সেই সব বিতর্ককে ফুৎকারে উড়িয়ে দিয়ে আনন্দে বাঁচার নামই স্যান্ডি সাহা!