Viral: ডিভোর্সের জোর গুঞ্জনের মধ্যেই অভিনেত্রীর তিরুপতি দর্শন! সাংবাদিকের প্রশ্নের জোরদার জবাব ভাইরাল

Last Updated:

সামন্থার (Samantha) উত্তরের ভিডিও ভাইরাল (Viral) হয়েছে৷

সামন্থা
সামন্থা
#হায়দরাবাদ: স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না৷ কয়েকদিন ধরেই এই নিয়ে খবরের শিরোনামে অভিনেত্রী৷ সূত্রের খবরে কখনও জানা গিয়েছে তারকা স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কথা৷ কখনও আবার জল্পনা হয়েই রয়ে গিয়েছে৷ কারণ নিজেরা এই নিয়ে মুখ খোলেননি সামন্থা (Samantha) ও নাগা চৈতন্য (Naga Chaitanya)৷ তাঁদের সম্পর্কে অনেক কথা হলেও, ডিভোর্স (Samantha Divorce) কি হচ্ছে, সেটা জানা যাচ্ছে না৷ এরই মধ্যে নায়িকা গেলেন তিরুপতি মন্দির৷ কিসের জন্য প্রার্থনা করতে? যা নিয়ে শুরু হয়েছে চর্চা (Viral)৷
শনিবার সকালে সামন্থাকে (Samantha) দেখা গেল তিরুপতি বালাজি মন্দিরে (Tirupati Mandir)৷ তিনি ছিলেন পুরো ভারতীয় পোশাকে৷ মন্দিরে হেঁটে ঢুকছিলেন নায়িকা৷ পাশে ছিল তাঁর নিরাপত্তারক্ষীরা৷ তাঁর পিছনে ছিলেন এক সাংবাদিক এবং অভিনেত্রীকে সেই সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন (Viral Video)৷
advertisement
advertisement
এতেই মেজাজ হারান সামন্থা৷ কারণ এতদিন এসব নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি তিনি৷ ফলে সাংবাদিকদের প্রশ্নে তিনি বেশ বিরক্ত হন৷ এবং সাংবাদিককে খুব কড়া উত্তর দেন তিনি৷ যার ভিডিওটি ভাইরাল হয়েছে৷ স্থানীয় ভাষায় তিনি উত্তর দেন৷ তিনি বলেন, মন্দিরে এমন প্রশ্ন করছেন? কোনও আক্কেল আছে আপনার?
এতেই ভক্তরা খুব আপ্লুত৷ কারণ সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে না গিয়ে বা পাত্তা না দিয়ে তিনি প্রতিবাদ করেছেন৷ নেটিজেনরা এতেই মজা পেয়েছে৷ কারণ তাদের বক্তব্য যে নায়িকাকে সামনে পেয়ে স্থান কাল পাত্র বিবেচনা না করেই এভাবে তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে, যা খুবই নিম্নরুচির পরিচয় দিয়েছে৷ বলছেন নেটিজেনরা৷ ফলে সামন্থা সঠিক উত্তর দিয়ে সঠিক কাজ করেছেন৷ বলছেন সকলে৷
advertisement
advertisement
আপাতত কাথুভাকুলা রেন্ডু কাধালের কাজ শেষ করলেন সামন্থা৷ পুদুচেরিতে ছিল শ্যুট৷ এই ছবিতে ছিলেন বিজয় সেথুপতি এবং নয়নতারা৷ এছাড়াও গুণশেখরের শাকুন্তলম ছবিটি করার কথা রয়েছে তাঁর৷ ফ্যামিলি ম্যান ২-এ রাজির ভূমিকায় সামন্থার অভিনয় খুব প্রশংসিত হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: ডিভোর্সের জোর গুঞ্জনের মধ্যেই অভিনেত্রীর তিরুপতি দর্শন! সাংবাদিকের প্রশ্নের জোরদার জবাব ভাইরাল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement