Amitabh-Rekha-Jaya: অমিতাভের প্রেমে না পড়ে উপায় আছে? সোজাসাপটা রেখা, জয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও কথা...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শুধু অমিতাভকে (Amitabh Bachchan-Rekha Relation) নিয়ে কথা নয়, জয়া বচ্চনের (Jaya Bachchan-Rekha Relation) সঙ্গেও রেখার সম্পর্ক কেমন, তা জানা যায়৷
•আপনি অমিতাভ বচ্চনকে ভালবাসেন? সরাসরি এই প্রশ্নই রেখেছিলেন সিমি গারেওয়াল রেখার মুখোমুখি হয়ে৷ সিমির বিখ্যাত শো রদেঁভু এসেছিলেন রেখা৷ সেখানেই রেখাকে এই জিজ্ঞাসা করেন সিমি৷ রেখাও প্রাণ খুলে উত্তর দেন৷ শুধু বিগ বি-র সঙ্গে রেখার সম্পর্ক নয়, উঠে আসে জয়া বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের কথাও৷ এমনকী রেখার প্রয়াত স্বামী মুকেশ অগ্রওয়ালের বিষয়ও উঠে আসে এই সাক্ষাৎকারে৷
advertisement
advertisement
•তবে কীভাবে এতটা সহজে রেখার থেকে এই উত্তর পেলেন সিমি? তাঁকে যখন সেই প্রশ্ন করা হয়, তিনি জানান যে তিনি খুবই স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন করেন রেখাকে৷ তিনি আরও বলেন যে দাপুটে নেত্রী জয়াললিতাকেও তিনি জিজ্ঞাসা করেছিলেন এমজিআরের সঙ্গে সম্পর্কের কথা৷ জয়াও তাঁকে উত্তর দেন৷ একই রকমভাবে রেখাও তাঁর প্রশ্ন ফিরিয়ে দেননি৷ উল্টে অনেক কিছুই খোলসা করেছিলেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement