'যশের সঙ্গে নুসরতের প্রেমের গুঞ্জনে আমার মন ভেঙেছে! যশ তো শুধুই আমার'...

Last Updated:

যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) পাগলের মতো ভালবাসেন, বলছেন স্যান্ডি সাহা (Sandy Saha)৷

#কলকাতা: যশের সঙ্গে নুসরতের প্রেম, এমন গুঞ্জনে তাঁর মন ভেঙেছে৷ কারণ যশের বিয়ে হওয়ার কথা তো ছিল তাঁর সঙ্গে৷ এমনকী যশের সন্তানের মা-ও তো হতে প্রস্তুত তিনি! নিজেই সে কথা জানালেন News18 বাংলাকে৷ তিনি স্যান্ডি সাহা৷ যশ দাশগুপ্তের (Yash Dasgupta) প্রায় সব পোস্টে তিনি কমেন্ট করেন, এবং তাতে ঝড়ে পরে প্রেমের বার্তা৷
কখনও তিনি লেখেন, আমায় বিয়ে করবে? কখনও আবার যশের ছবিতে কমেন্ট করেন, তুমিই আমার সব৷ তাতে কখনও মেলে যশের রিপ্লাই, কখনও আবার চুপ করে থাকেন হিরো৷ তবে স্যান্ডি (Sandy Saha) একেবারেই নাছড়বান্দা এবং খুল্লমখুল্লাই তিনি যশের প্রতি তাঁর ভালবাসার কথা স্বীকার করেন!
advertisement
দার্জিলিং-এ শ্যুটিং-এ ব্যস্ত কলকাতার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা (Youtuber Sandy Saha)৷ ফোনে যোগাযোগ করা গেল তাঁর সঙ্গে৷ 'কেন যশের প্রতিটি ছবিতে আপনি কমেন্ট করেন?' প্রশ্ন করতেই সহজভাবেই তিনি জানালেন, 'যশকে আমি ভালবাসি৷ আমি ওকে স্বপ্নে দেখি, ওর প্রেমে দিওয়ানি!' 'তাহলে তো যশ-নুসরতকে নিয়ে যে চর্চা হচ্ছে তাতে তো আপনার মন ভেঙেছে?' 'একেদম, আমি খুব জেলাস হয়েছি৷' অকপট স্যান্ডি৷ 'তা আপনি তো লেখেন, কিন্তু রিপ্লাই পান কি?' 'কখনও কখনও৷ আমার সঙ্গে যশ দেখা করবে বলেছে৷ আমরা কফি খেতে যাব, ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দেব৷' বলছেন উচ্ছ্বসিত স্যান্ডি৷ কিছুদিন আগেই নুসরত এবং যশ নিজেদের ইনস্টা স্টোরিতে কফি শফে কফি খাওয়ার ছবি পোস্ট করেন৷ সেই নিয়ে বেশ গসিপও হয়৷ সেই কথা মনে রেখেই এমন বক্তব্য স্যান্ডির৷
advertisement
advertisement
Sandy Saha with Yash Dasgupta (Sandy Saha Whatsapp DP) Sandy Saha with Yash Dasgupta (Sandy Saha Whatsapp DP)
উল্লেখ্য স্যান্ডি সাহার হোয়াটস অ্যাপ ডিপি-তেও রয়েছে যশের সঙ্গে ছবি৷ এই ছবিটি কতদিন থাকবে? স্যান্ডি বলছেন, 'যতদিন আমার মনে থাকবে যশ৷ যতদিন না অন্য কাউকে ভালবাসতে পারছি!' তাহলে যশ কি জানেন তাঁর এমন ব্যকুল অবস্থা৷ 'হ্যাঁ, জানিয়েছি তো৷ সামনাসামনি একবারই দেখা হয়েছিল৷ একটি ছবির প্রোমোশনে৷ তবে ডেটে যাব একদিন না একদিন৷' খুবই আত্মবিশ্বাসী স্যান্ডি৷ আপাতত যশ-নুসরত সম্পর্ক নিয়ে যে চর্চা হচ্ছে, তাতে স্যান্ডি সাহাও যে নিজের জায়গা করে নিচ্ছেন, তা বলাই বাহুল্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'যশের সঙ্গে নুসরতের প্রেমের গুঞ্জনে আমার মন ভেঙেছে! যশ তো শুধুই আমার'...
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement