TRENDING:

Kangana Ranaut | Bhaswar Chatterjee: কঙ্গনা রানাওয়াতের মতো কথা বলছেন ভাস্বর! ভিডিও দেখে নেট দুনিয়ায় হাসির রোল

Last Updated:

Kangana Ranaut | Bhaswar Chatterjee: কঙ্গনার মুখে এই শব্দগুলি বার বার উঠে আসে। আর সেই শব্দগুলিই নকল করেছেন ভাস্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সব সময়েই সক্রিয় থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অধিকাংশ সময়েই তিনি বিতর্কে জড়ান। তবে তাঁকে নিয়ে নেট দুনিয়ায় নানা রকমের মজার পোস্টও ছড়ায়। এক কথায় নেট দুনিয়ায় সব সময়েই সরগরম তিনি। আর এবার কঙ্গনাকে নিয়ে মজার পোস্ট করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।
advertisement

সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের কথা বলার ধরন নকল করে একটি ভিডিও করেন এক ইউটিউবার। আর এবার সেই ভিডিওতেই ঠোঁট মেলালেন ভাস্বর। কঙ্গনার মুখে 'নেপোটিজম' শব্দ সকলেরই শোনা। বলা ভালো, কঙ্গনা এই শব্দটি ব্যবহার করার পরেই যেন লোকমুখে বার বার উঠে এসেছে 'নেপোটিজম' শব্দটি। এছাড়া কঙ্গনা 'লিবারেল'-দের বা উদারপন্থীদেরকে ব্যঙ্গ করে 'লিব্রুস' বলেন। কঙ্গনার মুখে এই শব্দগুলি বার বার উঠে আসে। আর সেই শব্দগুলিই নকল করেছেন ভাস্বর।

advertisement

একেবারের কঙ্গনার মতোই মুখের অভিব্যক্তি করে তিনি কথাগুলি বলেছেন। ভিডিওটি আরও মজার হয়ে উঠেছে ভাস্বরের বেশের জন্য। স্টার জলসার ধারাবাহিক 'শ্রীকৃষ্ণভক্ত মীরা'-তে অভিনয় করছেন ভাস্বর। সেখানে রাজগুরুর চরিত্রে অভিনয় করছেন ভাস্বর। মুণ্ডিত মস্তক, পিছন থেকে নেমে এসেছে লম্বা চুল, গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক। এমন অবতারেই ভাস্বর ভিডিওটি করেছেন। বোঝাই যাচ্ছে ধারাবাহিকের সেট থেকেই কঙ্গনাকে নকল করে ভিডিও করেছেন অভিনেতা।

advertisement

আরও পড়ুন- টিআরপি যুদ্ধে এগিয়ে গেল 'সর্বজয়া'! 'খড়কুটো' কত নম্বরে, সেরা ধারাবাহিক কী

ভিডিওটি পোস্ট হতেই নেট দুনিয়ায় হাসির রোল পড়ে যায়। অনেকেই নানা রকমের মজার কমেন্ট করেন। ভিডিওর ক্যাপশেন ভাস্বর লিখেছেন, 'কঙ্গনা রানাওয়াত অ্যাকসেন্ট'। প্রসঙ্গত কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্বর। প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।আলট্রা সোনোগ্রাফি করে দেখা যায় ভাস্বরের পিত্তথলিতে একটি বড় পাথর রয়েছে। এর পরে তাঁর অস্ত্রোপচারও হয়। তবে আপাতত সুস্থ হয়ে কাজে ফিরেছেন অভিনেতা।

advertisement

আরও পড়ুন- প্রথমবার ওয়েব সিরিজে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়

উল্লেখ্য ফেসবুক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় ইউটিউবার হলেন সালোনি। বলিউডের বহু তারকাদের কথা বলার ধরন নকল করেন তিনি। তাঁর ভিডিওগুলিও মুহূর্তে ভাইরাল হয়। বিশেষ করে কঙ্গনাকে নকল করা তাঁর ভিডিওগুলিই সবচেয়ে জনপ্রিয় হয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut | Bhaswar Chatterjee: কঙ্গনা রানাওয়াতের মতো কথা বলছেন ভাস্বর! ভিডিও দেখে নেট দুনিয়ায় হাসির রোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল