TRENDING:

মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিক, অন্ধকারে কলাকুশলীরা!

Last Updated:

মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সেই সিরিয়াল । ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা এ বিষয়ে আগাম কিছুই জানতেন না বলে জানা গিয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিদিন বিকেল হতে না হতেই সিরিয়াল প্রিয় বাঙালিরা ভিড় জমাতে থাকেন বসার ঘরে । টিভির পর্দায় কখনও হাসি, কখনও কান্না, কখনও ঝগড়া-প্রেম-মান-অভিমানের গল্প দেখতে দেখতে বিকেল গড়িয়ে কখন যে রাত হয়ে যায় খেয়ালই থাকে না । যতই সিনেমা, রিয়্যালিটি শো, ওয়েব সিরিজ আসুক না কেন, ধারাবাহিকের জনপ্রিয়তা সবসময় তালিকার প্রথম দিকে থাকে ।
advertisement

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভাগ্যলক্ষ্মী’ । কিন্তু মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সেই সিরিয়াল । ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা এ বিষয়ে আগাম কিছুই জানতেন না বলে জানা গিয়েছে । ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার আর নায়িকা শার্লি মোদক, দু’জনেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন । সকলেরই মন ভারাক্রান্ত ।

advertisement

গত ৮ মাস একটা পরিবারের মতো করেই কাজ করেছিলেন ‘ভাগ্যলক্ষ্মী’ পরিবারের সদস্যরা । সিরিয়ালটিও ছিল একটি পরিবারের গল্পকে কেন্দ্র করে । তিন ভাইয়ের সংসারে আচমকাই ভাগ্যশ্রী’র সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল বড় ভাইয়ের । প্রাথমিক ভাবে সেই বিয়ে মানতে পারেননি কেউই । শেষমেশ ভাগ্যশ্রীর বুদ্ধিতে সংসারে ফিরে আসে শান্তি । পারিবারিক কাপড়ের দোকান ‘লক্ষ্মী স্টোর্স’ আবার ঘুরে দাঁড়ায় । এ ভাবেই এগিয়েছিল গল্পের বুনন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

কিন্তু হঠাৎই সেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ । দিন কয়েক আগে শেষ শ্যুটিংও হয়ে গিয়েছে ‘ভাগ্যলক্ষ্মী’র ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিক, অন্ধকারে কলাকুশলীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল