স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভাগ্যলক্ষ্মী’ । কিন্তু মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সেই সিরিয়াল । ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা এ বিষয়ে আগাম কিছুই জানতেন না বলে জানা গিয়েছে । ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার আর নায়িকা শার্লি মোদক, দু’জনেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন । সকলেরই মন ভারাক্রান্ত ।
advertisement
গত ৮ মাস একটা পরিবারের মতো করেই কাজ করেছিলেন ‘ভাগ্যলক্ষ্মী’ পরিবারের সদস্যরা । সিরিয়ালটিও ছিল একটি পরিবারের গল্পকে কেন্দ্র করে । তিন ভাইয়ের সংসারে আচমকাই ভাগ্যশ্রী’র সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল বড় ভাইয়ের । প্রাথমিক ভাবে সেই বিয়ে মানতে পারেননি কেউই । শেষমেশ ভাগ্যশ্রীর বুদ্ধিতে সংসারে ফিরে আসে শান্তি । পারিবারিক কাপড়ের দোকান ‘লক্ষ্মী স্টোর্স’ আবার ঘুরে দাঁড়ায় । এ ভাবেই এগিয়েছিল গল্পের বুনন ।
কিন্তু হঠাৎই সেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ । দিন কয়েক আগে শেষ শ্যুটিংও হয়ে গিয়েছে ‘ভাগ্যলক্ষ্মী’র ।