আরও পড়ুন : ঈশানের জন্মে যশ-নুসরতকে শুভেচ্ছা-ভিডিও! জল্পনা বাড়িয়ে শেয়ার করলেন 'নতুন মা'...
আর মাত্র মাসখানেক। তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝেই একটু একটু করে জোরদার হচ্ছে পুজো প্রস্তুতি। আর পুজো মানেই তো নতুন গান, নতুন ছবি আর নতুন বেড়ানোর নয়া ডেস্টিনেশনের খোঁজ! তাই না? তাই এবার বোম্বাগড়ের দরজা সকলের জন্য খুলতে চলেছেন দেব। আর সেই খবরই দিয়েছে নতুন টিজার। পুজোতেই আসছে বাঙালি মনের কাছের চরিত্ররা। সঙ্গে থাকবে রাজা-রানি ও মন্ত্রীর মজাদার গল্প। দেখুন তারই ঝলক।
advertisement
সোশ্যাল মিডিয়ায় দেব মিউজিকের তরফ থেকে টিজার মুক্তি পেতেই ঝড়ের বেগে হয়ে উঠল ভাইরাল। প্রতিবছরই পুজোর মুক্তিতে থাকে টান টান লড়াই। একাধিক ভাল ছবি এবারেও মুক্তির অপেক্ষায় দর্শকদের মন জিতে নিতে তৈরি। তৈরি হচ্ছেন দর্শকরাও।
আরও পড়ুন : কলকাতার মিষ্টি 'মানু'র গলায় সিংহলি ‘মানিকে মাগে হিঠে’! মুহূর্তে Super ভাইরাল, দেখুন...
গত দেড় বছরে সেভাবে প্রেক্ষাগৃহ মুখী হয়নি বেশিরভাগই। ফলে ব্যাপকভাবে মার খাচ্ছে বিনোদন মাধ্যম। চিত্র নির্মাতা থেকে প্রযোজক পরিচালকরা এখন তাকিয়ে আছেন শারদীয়া ছবি মুক্তির দিকেই। আর সেই তালিকাতেই জোরালো উপস্থিতি দেবের মজাদার এই পারিবারিক ছবির। ছবি মুক্তির দিনক্ষণ এখনও প্রকাশ্যে না এলেও ছবি ঘিরে উত্তেজনার পারদ একনিমেষে বাড়িয়ে দিয়েছে ছোট্ট টিজারটি, 'এবার চলুন বোম্বাগড়ে'! কী ভাবছেন, যাবেন নাকি?