ছোটপর্দায় 'জনতা এক্সপ্রেস'-এর হাত ধরে জনপ্রিয়তা লাভ করেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তারপর একের পর এক সাফল্য। কেরিয়ারে নানা চড়াই-উতরাইও এসেছে। সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এ বিভিন্ন রূপে দেখা গিয়েছে কাঞ্চনকে। তবে ধারাবাহিকে কাজ করছেন বেশ কিছু বছর পর। একদিকে নিজের রাজনৈতিক দায়িত্ব। অন্য দিকে ছবি, ছোট পর্দায় অভিনয়। এরই মধ্যে কাঞ্চন মল্লিকের দাম্পত্য জীবন হয়ে উঠেছিল চর্চার কেন্দ্র বিন্দু। এই সমস্ত কাটিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। আপাতত তিনি মন দিয়ে করছেন এই ধারাবাহিক।
advertisement
আসতে চলেছে কালার্স বাংলায় ধারাবাহিক 'বসন্ত বিলাস'। কাঞ্চন আসছেন দুঃখভজন রূপে। তাঁর সঙ্গিনী 'সুন্দরী'-র চরিত্রে কমলিকা বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় এসভিএফ। বসন্ত বিলাস নামের এক মেসবাড়ি এই ধারাবাহিকের কেন্দ্রে। এখানে বিভিন্ন মানুষের বসবাস। সকলে নিজের স্বপ্ন পূরণ করতে বাড়ি ছেড়ে এই মেসে ঠাই নিয়েছেন। তবে মেস বাড়িতে পড়েছে প্রমোটারের কুনজর। ভাড়াটেরাও বাঁচাতে চায় এই মেস বাড়ি। এরকম অবস্থায় কী করবেন দুঃখভজন ও সুন্দরী? প্রথম ঝলক দেখে পুরোটা অনুমান করা মুশকিল।
আরও পড়ুন- নবরাত্রি উপলক্ষে সারা আলি খানের এথনিক সাজ! অভিনেত্রীর প্রতিটি লুকেই মুগ্ধ নেটিজেন
অন্য দিকে কালার্স বাংলায় আসছে 'জয় জগন্নাথ' ধারাবাহিক। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। এই ধারাবাহিকে দিয়েও ছোট পর্দায় কামব্যাক করছেন এক অভিনেতা।জয় জগন্নাথ-এ মূল চরিত্রে দেখা যাবে বিপুল পাত্রকে। শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ, দুটি রূপেই দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ধারাবাহিকের ঝলক। তাতে দেখা গিয়েছে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরেই তাঁর অংশ থেকে সৃষ্টি হবেন জগন্নাথ। পুরীর বিখ্যাত মন্দিরে যিনি পূজিত জগতের নাথ রূপে। পৌরাণিক ধারাবাহিকে আগেও অভিনয় করেছেন বিপুল। তবে নতুন কাজের প্রস্তুতিও চলছে।
Arunima dey
আরও পড়ুন- সবুজ শাড়ি বা গাউনের সঙ্গে কেমন হবে সাজ! দেখে নিন টলি তারকাদের লুক