Navratri 2021 | Sara Ali Khan: নবরাত্রি উপলক্ষে সারা আলি খানের এথনিক সাজ! অভিনেত্রীর প্রতিটি লুকেই মুগ্ধ নেটিজেন

Last Updated:
Navratri 2021 | Sara Ali Khan: নবরাত্রি উপলক্ষে মেতে উঠেছে সারা দেশ। বাদ নন বলিউডের তারকারাও। বিশেষ করে নবরাত্রি উপলক্ষে অভিনেত্রী সারা আলি খানের প্রতিদিনের সাজ ইতিমধ্যেই নেটিজেনদের হিটলিস্টে।
1/6
নবরাত্রি উপলক্ষে মেতে উঠেছে সারা দেশ। বাদ নন বলিউডের তারকারাও। বিশেষ করে নবরাত্রি উপলক্ষে অভিনেত্রী সারা আলি খানের প্রতিদিনের সাজ ইতিমধ্যেই নেটিজেনদের হিটলিস্টে। এই মুহূর্তে উদয়পুরে আছেন সারা। সেখান থেকেই বিভিন্ন এথনিক পোশাকে ছবি পোস্ট করছেন সারা।
নবরাত্রি উপলক্ষে মেতে উঠেছে সারা দেশ। বাদ নন বলিউডের তারকারাও। বিশেষ করে নবরাত্রি উপলক্ষে অভিনেত্রী সারা আলি খানের প্রতিদিনের সাজ ইতিমধ্যেই নেটিজেনদের হিটলিস্টে। এই মুহূর্তে উদয়পুরে আছেন সারা। সেখান থেকেই বিভিন্ন এথনিক পোশাকে ছবি পোস্ট করছেন সারা।
advertisement
2/6
এই মুহূর্তে হলুদ রংটি ফ্যাশনে খুবই ট্রেন্ডিং। সারাকেও নবরাত্রির জন্য দেখা গিয়েছে হলুদ সালোয়ার স্যুটে। সারা এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। আর এবার তাঁর একের পর এক এথনিক লুকে দর্শকরা মুগ্ধ।
এই মুহূর্তে হলুদ রংটি ফ্যাশনে খুবই ট্রেন্ডিং। সারাকেও নবরাত্রির জন্য দেখা গিয়েছে হলুদ সালোয়ার স্যুটে। সারা এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। আর এবার তাঁর একের পর এক এথনিক লুকে দর্শকরা মুগ্ধ।
advertisement
3/6
নৌকো বিহারে সারা আলি খান বেছে নিয়েছেন একটি সাদা রঙের কুর্তা চুড়িদারের সঙ্গে মাল্টি কালার্ড বাঁধনি ওড়না।
নৌকো বিহারে সারা আলি খান বেছে নিয়েছেন একটি সাদা রঙের কুর্তা চুড়িদারের সঙ্গে মাল্টি কালার্ড বাঁধনি ওড়না।
advertisement
4/6
রাজস্থানের উদয়পুরের খুবই বিখ্যাত মন্দির বোহরা গণেশ মন্দির। সেই মন্দিরে সারাকে দেখা গিয়েছে হাফ হাতা ঘন গোলাপি রঙের একটি কুর্তা পরতে। তার সঙ্গে শারারা প্য়ান্ট পরেছেন অভিনেত্রী। সঙ্গে এক‌টি হালকা প্রিন্টেড ওড়না।
রাজস্থানের উদয়পুরের খুবই বিখ্যাত মন্দির বোহরা গণেশ মন্দির। সেই মন্দিরে সারাকে দেখা গিয়েছে হাফ হাতা ঘন গোলাপি রঙের একটি কুর্তা পরতে। তার সঙ্গে শারারা প্য়ান্ট পরেছেন অভিনেত্রী। সঙ্গে এক‌টি হালকা প্রিন্টেড ওড়না।
advertisement
5/6
আর এক‌‌টি ছবিতে সারাকে দেখা যাচ্ছে প্যাস্টেল হালকা সবুজ ও সাদার মিশেলে একটি শারারা স্যুটে। সঙ্গে ব্লো ড্রাইড হেয়ার। এই পোশাকে দেবীর আরতি করতেও দেখা গিয়েছে সারা আলি খানকে।
আর এক‌‌টি ছবিতে সারাকে দেখা যাচ্ছে প্যাস্টেল হালকা সবুজ ও সাদার মিশেলে একটি শারারা স্যুটে। সঙ্গে ব্লো ড্রাইড হেয়ার। এই পোশাকে দেবীর আরতি করতেও দেখা গিয়েছে সারা আলি খানকে।
advertisement
6/6
দিন কয়েক আগে গোলাপি বেসে মাল্টি কালার্ড শিফন শাড়িতেও দেখা গিয়েছিল সারা আলি খানকে। এই শাড়ির সঙ্গেও হালকা সাজ রেখেছিলেন তিনি। নজর কেড়েছিল সিলভার ঝুমকো।
দিন কয়েক আগে গোলাপি বেসে মাল্টি কালার্ড শিফন শাড়িতেও দেখা গিয়েছিল সারা আলি খানকে। এই শাড়ির সঙ্গেও হালকা সাজ রেখেছিলেন তিনি। নজর কেড়েছিল সিলভার ঝুমকো।
advertisement
advertisement
advertisement