আরও পড়ুন Viral| Old Couple Marriage: বুড়ো বয়সে আবার বিয়ে! দাদুর বিয়ে সাক্ষী থাকল নাতি-নাতনিরা!
তন্বী লাহা রায় ওরফে মিঠাই ধারাবাহিকে তোর্সা৷ তোর্সা পাগল সিডের জন্য৷ কিন্তু মিঠাইয়ের (Mithai-Siddharta) জন্য সিডের জীবনে কোনও জায়গা নেই তার৷ এমনকী পরপর কয়েকটা ঘটনায় তোর্সার উপর বেজায় চটেছে সিদ্ধার্থ৷ তাই তো তাদের মধ্যে বন্ধুত্বটাও স্বীকার করতে চাইছে না সিড৷ এই সব নিয়ে বিধ্বস্ত তোর্সা মিঠাইকে সিদ্ধার্থের জীবন থেকে সরানোর জন্য নানা প্ল্যান করছে৷ যাতে সঙ্গে দিচ্ছে সোমও৷ এই দু’জন মিলেই মিঠাই আর সিদ্ধার্থের মিলনের বিরোধী৷ তবে সিদ্ধার্থ ধীরে ধীরে মিঠাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে৷ অন্যদিকে মিঠাই তো তার উচ্ছেবাবুর খেয়াল রেখে চলেছে সবসময়৷ এবার বাড়ি থেকে আশ্রমে চলে যাওয়া দাদাইয়ের জন্য কী শেষ পর্যন্ত মিঠাইকে বিয়ে করবে সিড? মন থেকে মেনে নেবে বিয়ে নামক প্রতিষ্ঠানকে? এসব নিয়ে সরগরম মিঠাই ধারাবাহিক৷
advertisement
গত কয়েক মাস ধরেই এই ধারাবাহিক বাংলা বাজারে সবার শীর্ষে রয়েছে(Bengali Serial Mithai)৷ খুবই জনপ্রিয় হয়েছে সবকটা চরিত্রই৷ মিঠাই ওরফে সৌমিতৃষা, সিদ্ধার্থ ওরফে আদৃত ছাড়াও ধারাবাহিকের সকলেই খুবই প্রিয় হয়ে উঠেছেন দর্শকদের কাছে৷ সোশ্যাল মিডিয়ায় তাদের ফলো করে হাজার হাজার ভক্ত৷ তাই তো মাঝেমধ্যে তারাও ছবি বা ভিডিও পোস্ট করে নেটিজেনদের মনে আনন্দ দেয়৷ এমনই একটি ভিডিও পোস্ট করেছেন তোর্সা ওরফে তন্বী লাহা রায়৷ সঙ্গে রয়েছেন সিদ্ধার্থের ঠাকুমা স্বাগতা বসু৷ তাদের নাচের ভিডিও সুপার ভাইরাল (Viral Video)৷