শ্রীময়ী ধারাবাহিকে জুন আন্টির চরিত্রে অভিনয় করার পর থেকে তার জনপ্রিয়তা আকাশ ছোঁওয়া। চরিত্রটি নেগেটিভ শেডের হলেও তাঁর ওই চরিত্রটিই সকলের মনে ধরেছিল৷ বহু ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। কিন্তু জুন আন্টির চরিত্রটি যেন দর্শকের মনে ধরে রয়েছে৷ অনেকদিন হল স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিক শেষ হয়েছে।
পর্দায় তিনি নেগেটিভ শেডে অভিনয়ের জন্য ঘরে ঘরে পৌঁছে গেলেও আসলে তিনি একদম স্বাভাবিক প্রাণোচ্ছ্বল এক মহিলা৷ সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণরকমই অ্যাক্টিভ৷
advertisement
আরও পড়ুন - ‘‘আপনি নিশ্চয় ভারত থেকে’’ - পাকিস্তানের হারের পর ভারতীয় সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন রামিজ রাজা
আরও পড়ুন - Abhishek attacks BJP: বাংলা ভাগ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের
পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারের একটি ইস্ত্রির দোকানে কাজ করেছেন ৷ হ্যাঁ কোনও ভুল নেই৷ একদম আপনার পাড়ায় যে ধরণের ইস্ত্রির দোকান হয় এটাও ঠিক সেরকমই৷ একটি বাঁশের কনস্ট্রাকশন দিয়ে ঘেরা একটি দোকান খুলে ইস্ত্রি করছেন। ভিডিওতে তিনি এও বলছেন এটা তাঁর দীর্ঘদিনের ইচ্ছা যেটা আজ পূরণ হল৷ ভিডিওতে তিনি সকলের কাছেই তাঁর ইস্ত্রি দোকানে জামা দেওয়ার জন্য আবেদনও করছেন৷ তবে কেলেঙ্কারির একশেষ রয়েছে এইসব বলার পরেই৷
দেখে নিন ঊষসীর পোস্ট করা সেই ভাইরাল ভিডিও...
শ্রীময়ী ধারাবাহিক শেষ হওয়ার পর টলিউডের এই অভিনেত্রী অবশ্য সেভাবে কোথাও টিভিতে কাজ করছেন না। সম্প্রতি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন৷ তবে এই ভিডিওতে যা দেখা গেল তা দেখে নেটিজেনরা ভিরমি খাওয়ার জোগাড়৷
ঊষসী জানিয়েছেন তাঁর ইস্ত্রির দোকানে খুব সস্তায় যত্ন সহকারী ইস্ত্রি করে দেওয়া হয়। আর এরপরেই দেখা যাচ্ছে গরম ইস্ত্রি থেকে ছ্যাঁকা খেলেন অভিনেত্রী৷
ভিডিওতে দেখা যাচ্ছে সাদা কালো রঙের একটি প্রিন্টেড শিফন শাড়ি, সঙ্গে বেল্ট রয়েছে৷ ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷