Abhishek attacks BJP: বাংলা ভাগ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রাজগঞ্জের সভায় অনন্ত মহারাজকে বলেছিলেন, “আমার ডাকে বৈঠক করে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কোচবিহারকে কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে দেওয়া হবে। মাননীয় অমিত শাহ আমাকে বলেছেন আমার হাতে পাওয়ার দেবেন।”
#কলকাতা: বাংলা ভাগ নিয়ে বিজেপিকে ফের কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের বক্তব্য ও বিজেপি নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্য নিয়ে আক্রমণ শোনা গেল অভিষেকের গলায়। পৃথক উত্তরবঙ্গের দাবি বারবারই উঠেছে নানা মহলে। আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অনন্ত মহারাজ। এবার কেন্দ্রশাসিত অঞ্চল হবে কোচবিহার।
খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই তথ্য জানিয়েছেন। ভরা সভামঞ্চে ঘোষণা করলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ । যা নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। মালবাজারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, " এরা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না৷ এক ধর্মগুরু বলছে কেন্দ্রশাসিত অঞ্চল হবে৷ জন বারলা বলছে আলাদা রাজ্য হবে৷ আসল টা কি? অমিত শাহ এসে প্রকাশ্যে বলুক। এরা বিচ্ছিন্নতবাদী শক্তিকে খালি মদত দেয়৷"
advertisement
আরও পড়ুন - Divorce Party: ডিভোর্স হয়েছে তো কি! এবার হবে পার্টি, তাই নিমন্ত্রণ পত্র ছাপিয়েই পার্টি, ভাইরাল
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোচবিহার সফরে গিয়ে দেখা করেছিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজের সঙ্গে। ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে গত সপ্তাহে এক সভায় যোগ দেন অনন্ত মহারাজ। সেখানেই অমিত শাহের নাম করে ওই চাঞ্চল্যকর দাবি করেন তিনি। তাঁর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে কথা দিয়েছেন কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত হবে।
advertisement
আরও পড়ুন - Healthy Lifestyle: গাঁটে গাঁটে ব্যথা, জয়েন্টে ফোলা! ইউরিক অ্যাসিডের বাড়বাড়ন্ত নয় তো,সাবধান হন এখনই
রাজগঞ্জের সভায় অনন্ত মহারাজকে বলেছিলেন, “আমার ডাকে বৈঠক করে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কোচবিহারকে কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে দেওয়া হবে। মাননীয় অমিত শাহ আমাকে বলেছেন আমার হাতে পাওয়ার দেবেন।” এদিকে ইতিমধ্যে অনন্ত মহারাজের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপকভাবে ছড়িয়েছে রাজবংশী সমাজের মানুষের মধ্যে।
advertisement
কয়েকদিন আগেই অনন্ত মহারাজের সঙ্গে তাঁর বাড়িতে সাক্ষাতের পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলতে শোনা গিয়েছিল, “ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি হচ্ছে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে রেখে গিয়েছেন, সেই ভাবে পশ্চিমবঙ্গকে দেখে যেতে চাই। রাখতে চাই। এটা অস্বীকার করব না উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের অনুন্নয়নের জন্য এই ধরনের দাবি রয়েছে। তাঁরা সেই দাবি মাঝেমধ্যেই করেন। আমাদের যাঁরা বিধায়ক রয়েছেন, তাঁদের কর্তব্য, মানুষকে বোঝানো, মানুষের দাবিকেও সামনে তুলে ধরা।
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 8:55 AM IST