Divorce Party: ডিভোর্স হয়েছে তো কি! এবার হবে পার্টি, তাই নিমন্ত্রণ পত্র ছাপিয়েই পার্টি, ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে ডিভোর্সে জীবন শেষ হয় না বরং অন্য জীবনের শুরু হয়৷ যেটা আরও ভাল হতে পারে৷
#ভোপাল: বলিউড সিনেমা ‘লাভ আজ-কাল’ -এ প্রথমবার ব্রেক আপ পার্টির কথা জেনেছিল আর এবার সিলভার স্ক্রিন নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এবার ডিভোর্স পার্টি! সম্প্রতি ডিভোর্স পার্টি নাম লেখা নিমন্ত্রণ পত্র ছেয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভূপালের একটি এনজিও ১৮ জন বিবাহ বিচ্ছিন্ন পুরুষকে নিয়ে এই পার্টি আয়োজন করছে৷ সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া এই খবর দিয়েছে৷
আয়োজকদের মতে এতে বিবাহবিচ্ছিন্নদের ফের জীবনে মোটিভেট করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাদের এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে ডিভোর্সে জীবন শেষ হয় না বরং অন্য জীবনের শুরু হয়৷ যেটা আরও ভাল হতে পারে৷ অনুষ্ঠানের আয়োজন করেছে ভাই ওয়েলফেয়ার সোসাইটি৷ এই এনজিও বিবাহবিছিন্ন পুরুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷
উদ্যোক্তাদের মতে এই আয়োজনের পিছনে মূল উদ্দেশ্য সামাজিকভাবে বিবাহবিচ্ছিন্নদের মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়৷ একটা মানসিক ট্রমা হয়ে যায় পুরো বিষয়টি৷ মানুষের উচিত স্বাধীনতা সেলিব্রিট করা৷
advertisement
advertisement

আয়োজক কমিটির পক্ষ থেকে জাকি আহমেদ জানিয়েছেন, ‘‘ এটার উদ্দেশ্য সকলকে চাপমুক্ত করে তোলা৷ সকলেই যাতে আগের মতো আনন্দ করে দিনগুলি কাটাতে পারেন তার জন্য মোটিভেট করা৷ দীর্ঘ আইনি লড়াই শারীরিক ও মানসিকভাবে খারাপ প্রভাব ফেলে৷ তাই তাদের জন্য অনুষ্ঠান আয়োজন করা যাতে নতুন ভাবে শুরু করা যায়৷’’
advertisement
আয়োজকরা জানিয়েছেন কোনও ব্যক্তিগত তথ্য সকলের সামনে আনা হবে না, যেমন তাঁদের স্ত্রীদের নাম৷ তারা জানিয়েছেন নিজেদের মতো করেই প্রচারহীণভাবেই এই অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিলেন তারা৷ কিন্তু হঠাৎ করেই বহু মানুষ এটার সমর্থণে এগিয়ে এসেছেন৷
ট্যুইটেও এই নিমন্ত্রণ পত্র নিয়ে প্রচুর আলোচনার জোয়ার শুরু হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 7:22 PM IST