Divorce Party: ডিভোর্স হয়েছে তো কি! এবার হবে পার্টি, তাই নিমন্ত্রণ পত্র ছাপিয়েই পার্টি, ভাইরাল

Last Updated:

এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে ডিভোর্সে জীবন শেষ হয় না বরং অন্য জীবনের শুরু হয়৷ যেটা আরও ভাল হতে পারে৷

Bhopal based ngo to organise men party to celebrate divorce
Bhopal based ngo to organise men party to celebrate divorce
#ভোপাল: বলিউড সিনেমা ‘লাভ আজ-কাল’ -এ প্রথমবার ব্রেক আপ পার্টির কথা জেনেছিল আর এবার সিলভার স্ক্রিন নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এবার ডিভোর্স পার্টি! সম্প্রতি ডিভোর্স পার্টি নাম লেখা নিমন্ত্রণ পত্র ছেয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভূপালের একটি এনজিও ১৮ জন বিবাহ বিচ্ছিন্ন পুরুষকে নিয়ে এই পার্টি আয়োজন করছে৷ সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া এই খবর দিয়েছে৷
আয়োজকদের মতে এতে বিবাহবিচ্ছিন্নদের ফের জীবনে মোটিভেট করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাদের এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে যে ডিভোর্সে জীবন শেষ হয় না বরং অন্য জীবনের শুরু হয়৷ যেটা আরও ভাল হতে পারে৷ অনুষ্ঠানের আয়োজন করেছে ভাই ওয়েলফেয়ার সোসাইটি৷ এই এনজিও বিবাহবিছিন্ন পুরুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷
উদ্যোক্তাদের মতে এই আয়োজনের পিছনে মূল উদ্দেশ্য সামাজিকভাবে বিবাহবিচ্ছিন্নদের মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়৷ একটা মানসিক ট্রমা হয়ে যায় পুরো বিষয়টি৷ মানুষের উচিত স্বাধীনতা সেলিব্রিট করা৷
advertisement
advertisement
Bhopal based ngo to organise men party to celebrate divorce Bhopal based ngo to organise men party to celebrate divorce
আয়োজক কমিটির পক্ষ থেকে জাকি আহমেদ জানিয়েছেন,  ‘‘ এটার উদ্দেশ্য সকলকে চাপমুক্ত করে তোলা৷ সকলেই যাতে আগের মতো আনন্দ করে দিনগুলি কাটাতে পারেন তার জন্য মোটিভেট করা৷ দীর্ঘ আইনি লড়াই শারীরিক ও মানসিকভাবে খারাপ প্রভাব ফেলে৷ তাই তাদের জন্য অনুষ্ঠান আয়োজন করা যাতে নতুন ভাবে শুরু করা যায়৷’’
advertisement
আয়োজকরা জানিয়েছেন কোনও ব্যক্তিগত তথ্য সকলের সামনে আনা হবে না, যেমন তাঁদের স্ত্রীদের নাম৷ তারা জানিয়েছেন নিজেদের মতো করেই প্রচারহীণভাবেই এই অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিলেন তারা৷ কিন্তু হঠাৎ করেই বহু মানুষ এটার সমর্থণে এগিয়ে এসেছেন৷
ট্যুইটেও এই নিমন্ত্রণ পত্র নিয়ে প্রচুর আলোচনার জোয়ার শুরু হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Divorce Party: ডিভোর্স হয়েছে তো কি! এবার হবে পার্টি, তাই নিমন্ত্রণ পত্র ছাপিয়েই পার্টি, ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement