‘‘আপনি নিশ্চয় ভারত থেকে’’ - পাকিস্তানের হারের পর ভারতীয় সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন রামিজ রাজা

Last Updated:

রামিজ রাজা উত্তর দেন, ‘‘আপনি নিশ্চয় ভারত থেকে? আপনি তো খুব খুশি হবেন? ’’

after pakistan losses asia cup 2022 title pcb ceo ramiz raja gets angry on indian journalist
after pakistan losses asia cup 2022 title pcb ceo ramiz raja gets angry on indian journalist
#দুবাই:  শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের এশিয়া কাপ ২০২২  (Asia Cup 2022) ফাইনাল হল রবিবার৷ রবিবার সন্ধ্যায় একেবারে পাকিস্তানকে দুরমুশ করে ২৩ রানে ম্যাচ জিতে নিয়েছে৷ এই নিয়ে ষষ্ঠবার এশিয়া কাপ খেতাব নিজেদের নামে করল তারা৷ পাকিস্তানের হারের পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা সেখানেই তিনি যা কাণ্ড ঘটালেন তাতে চক্ষু চড়কগাছ৷ ভারতীয় সাংবাদিকের সঙ্গে তিনি একেবারে নিয়ম বহির্ভূত ব্যবহার করলেন ৷ স্বাভাবিকভাবেই ভাইরাল ভিডিও হয়ে গেছে পুরো ঘটনা৷
এশিয়া কাপ ২০২২ -র ফাইনালের পর ভারতীয় সাংবাদিক রামিজ রাজাকে জিজ্ঞাসা করেন , ‘‘পাকিস্তানের জনতা কি এই হার থেকে দুঃখী? তাঁদের আপনি কি বার্তা দেবেন?  এই প্রশ্নে রামিজ রাজা উত্তর দেন, ‘‘আপনি নিশ্চয় ভারত থেকে? আপনি তো খুব খুশি হবেন? ’’ শুধু এতেই থামেননি রামিজ রাজা আরও একটু কয়েক পা এগিয়ে সাংবাদিকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেন৷ ট্যুইটারে এটা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
দেখে নিন রামিজ রাজা ঠিক কী কী করলেন?
advertisement
উল্লেখ্য টস হারার পরেও এদিনের ম্যাচে জিতল শ্রীলঙ্কা৷ সাধারণত যারা টি টোয়েন্টিতে টসে জেতে তারাই ম্যাচও জেতে৷ কিন্তু এশিয়া কাপ ২০২২-র ফাইনাল এর থেকে অন্যরকম হল৷ শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে৷ শ্রীলঙ্কার পক্ষ থেকে ভানুকা রাজাপক্ষে ৪৫ বলে ৭১ রান করেন৷ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৪৭ রানে অলআউট হয়ে যায়৷ মহম্মদ রিজবান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘আপনি নিশ্চয় ভারত থেকে’’ - পাকিস্তানের হারের পর ভারতীয় সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন রামিজ রাজা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement