‘‘আপনি নিশ্চয় ভারত থেকে’’ - পাকিস্তানের হারের পর ভারতীয় সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে নিলেন রামিজ রাজা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রামিজ রাজা উত্তর দেন, ‘‘আপনি নিশ্চয় ভারত থেকে? আপনি তো খুব খুশি হবেন? ’’
#দুবাই: শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) ফাইনাল হল রবিবার৷ রবিবার সন্ধ্যায় একেবারে পাকিস্তানকে দুরমুশ করে ২৩ রানে ম্যাচ জিতে নিয়েছে৷ এই নিয়ে ষষ্ঠবার এশিয়া কাপ খেতাব নিজেদের নামে করল তারা৷ পাকিস্তানের হারের পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা সেখানেই তিনি যা কাণ্ড ঘটালেন তাতে চক্ষু চড়কগাছ৷ ভারতীয় সাংবাদিকের সঙ্গে তিনি একেবারে নিয়ম বহির্ভূত ব্যবহার করলেন ৷ স্বাভাবিকভাবেই ভাইরাল ভিডিও হয়ে গেছে পুরো ঘটনা৷
এশিয়া কাপ ২০২২ -র ফাইনালের পর ভারতীয় সাংবাদিক রামিজ রাজাকে জিজ্ঞাসা করেন , ‘‘পাকিস্তানের জনতা কি এই হার থেকে দুঃখী? তাঁদের আপনি কি বার্তা দেবেন? এই প্রশ্নে রামিজ রাজা উত্তর দেন, ‘‘আপনি নিশ্চয় ভারত থেকে? আপনি তো খুব খুশি হবেন? ’’ শুধু এতেই থামেননি রামিজ রাজা আরও একটু কয়েক পা এগিয়ে সাংবাদিকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেন৷ ট্যুইটারে এটা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
দেখে নিন রামিজ রাজা ঠিক কী কী করলেন?
क्या मेरा सवाल ग़लत था - क्या पाकिस्तान के फ़ैन नाखुश नहीं है - ये बहुत ग़लत था एक बोर्ड के चेयरमैन के रूप में - आपको मेरा फ़ोन नहीं छीनना चाहिये था - that’s not right Mr Chairman Taking my phone was not right @TheRealPCB @iramizraja #PAKvSL #SLvsPAK pic.twitter.com/tzio5cJvbG
— रोहित जुगलान Rohit Juglan (@rohitjuglan) September 11, 2022
advertisement
উল্লেখ্য টস হারার পরেও এদিনের ম্যাচে জিতল শ্রীলঙ্কা৷ সাধারণত যারা টি টোয়েন্টিতে টসে জেতে তারাই ম্যাচও জেতে৷ কিন্তু এশিয়া কাপ ২০২২-র ফাইনাল এর থেকে অন্যরকম হল৷ শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাট করে ১৭৬ রান করে৷ শ্রীলঙ্কার পক্ষ থেকে ভানুকা রাজাপক্ষে ৪৫ বলে ৭১ রান করেন৷ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৪৭ রানে অলআউট হয়ে যায়৷ মহম্মদ রিজবান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 1:05 PM IST