TRENDING:

Darshana Viral Video: ক্যামেরার সামনেই বদলে যাচ্ছে রং-বেরঙের পোশাক, দর্শনার ভিডিও দেখতে হামলে পড়লেন ভক্তরা, আপনি দেখেছেন

Last Updated:

Darshana Viral Video: ক্যামেরার সামনে একাধিক পোশাকে ধরা দিয়েছেন দর্শনা৷ ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় তো লাগে নি বরং ভিডিও দেখতে হামলে পড়েছেন ভক্তরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলি অভিনেত্রী দর্শনা বণিক বরাবরই গতে বাঁধা ছক থেকে বেরিয়ে নিজের মতোন করে স্টাইলকে বেছে নিয়েছেন। প্রতিনিয়ত একের পর এক ফোটোশ্যুটে উষ্ণতার পারদ চড়াচ্ছেন তিনি। লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে, যেখানে ক্যামেরার সামনে একাধিক পোশাকে ধরা দিয়েছেন দর্শনা৷ ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় তো লাগে নি বরং ভিডিও দেখতে হামলে পড়েছেন ভক্তরা৷
advertisement

সোশ্যাল মিডিয়ার ভক্তদের জন্য প্রতিদিনই বিনোদনের রসদ নিয়ে হাজির হন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা। এবারও তেমনটাই করেছেন তিনি৷ কখন ব্রালেট তো কখনও নেটের পোশাক, কখনও আবার লো-নেক ওয়ানপিসে নজর কেড়েছেন বঙ্গললনা ৷ মুহূর্তের মধ্যে পোশাক বদলে সকলের ঘুম কেড়ে নিয়েছেন দর্শনা, দেখে নিন ভিডিওটি,

আরও পড়ুন-তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন

advertisement

আরও পড়ুন-আহত মিমি চক্রবর্তী, হাতে পড়ল সেলাই! অভিনেত্রীর আরোগ্য কামনায় শুভশ্রী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দর্শনার এই রিল ভিডিও দেখে চোখ সরছে না ভক্তদের । বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হালকা মেক আপে লাস্যময়ী দর্শনা। খোলা চুলের অ্যাটিটিউটে ভক্তদের পাগল করে দিয়েছেন নায়িকা। টলি অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে চর্চা হয় না এমন দিন মনে হয় হাতে গোনা। হামেশাই ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে প্রস্তুত টলি নায়িকা। কোনও না কোনও কারণ ছাড়াই পেজ থ্রি-তে উঠে আসেন নায়িকা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে টলিউড কাঁপাচ্ছেন দর্শনা বণিক। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে স্টাইল ও ছকভাঙা অভিনয় দিয়ে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন তিনি। দর্শনার মিষ্টি হাসিতে হাজারো পুরুষ কাত। স্টাইল স্টেটমেন্টে বলি অভিনেত্রীদেরও হার মানান তিনি। ছবি থেকে ভিডিও সবেতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Darshana Viral Video: ক্যামেরার সামনেই বদলে যাচ্ছে রং-বেরঙের পোশাক, দর্শনার ভিডিও দেখতে হামলে পড়লেন ভক্তরা, আপনি দেখেছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল