সোশ্যাল মিডিয়ার ভক্তদের জন্য প্রতিদিনই বিনোদনের রসদ নিয়ে হাজির হন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা। এবারও তেমনটাই করেছেন তিনি৷ কখন ব্রালেট তো কখনও নেটের পোশাক, কখনও আবার লো-নেক ওয়ানপিসে নজর কেড়েছেন বঙ্গললনা ৷ মুহূর্তের মধ্যে পোশাক বদলে সকলের ঘুম কেড়ে নিয়েছেন দর্শনা, দেখে নিন ভিডিওটি,
আরও পড়ুন-আহত মিমি চক্রবর্তী, হাতে পড়ল সেলাই! অভিনেত্রীর আরোগ্য কামনায় শুভশ্রী
দর্শনার এই রিল ভিডিও দেখে চোখ সরছে না ভক্তদের । বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হালকা মেক আপে লাস্যময়ী দর্শনা। খোলা চুলের অ্যাটিটিউটে ভক্তদের পাগল করে দিয়েছেন নায়িকা। টলি অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে চর্চা হয় না এমন দিন মনে হয় হাতে গোনা। হামেশাই ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে প্রস্তুত টলি নায়িকা। কোনও না কোনও কারণ ছাড়াই পেজ থ্রি-তে উঠে আসেন নায়িকা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে টলিউড কাঁপাচ্ছেন দর্শনা বণিক। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে স্টাইল ও ছকভাঙা অভিনয় দিয়ে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন তিনি। দর্শনার মিষ্টি হাসিতে হাজারো পুরুষ কাত। স্টাইল স্টেটমেন্টে বলি অভিনেত্রীদেরও হার মানান তিনি। ছবি থেকে ভিডিও সবেতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা।