শনিবার, ৮ এপ্রিল নিকো পার্কে রূপম ইসলামের একটি কনসার্ট ছিল৷ সেখানে দর্শকাসনে ছিলেন সৌরভ৷ সন্ধ্যা নামল। ‘হাসনুহানা’র সুর তুললেন রূপম৷ বাঁধ ভাঙল সৌরভের আবেগ। গান চলাকালীন মঞ্চের নীচ থেকেই প্রিয় গায়কের পা জড়িয়ে ধরলেন সৌরভ। প্রণাম করলেন তাঁকে। সৌরভকে বুকে জড়িয়ে ধরেন রূপম৷ আবেগ আর সুর গাঁথা পড়ল এক সুতোয়। লেন্সবন্দি হয়ে থাকে সেই মুহূর্ত।
advertisement
সেই শৈশব থেকেই রূপমের ভক্ত সৌরভ। প্রিয় গায়কের কথা বলতে গিয়ে নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অভিনেতা। স্মৃতির পাতা উল্টে বললেন, ‘‘তখন ইউটিউব ছিল না। বাইরের গান-বাজনার সঙ্গে এত পরিচিতিও ছিল না। প্রথম রকস্টার হিসেবে রূপমদাকেই দেখেছি৷ ফসিলস-এর অ্যালবাম বেরনোর আগে থেকেই আমি রূপমদার ফ্যান৷ নিজেকে ফসিলসের একজন মেম্বার মনে করি৷’’
আরও পড়ুন: ‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
রূপমের সব গানই তাঁর খুব পছন্দের। কিন্তু একটু বেশি প্রিয় কোনগুলি? সেই খতিয়ানও দিলেন সৌরভ। তাঁর কথায়, "‘হাসনুহানা’, ‘একলা ঘর’ এগুলো তো কালজয়ী। সবারই ভাল লাগে। আমারও লাগে ৷ তবে আমার প্রিয় রূপমদার ‘অপদার্থ’৷ আসলে আমাকে খুব অপদার্থ বলা হত৷ বাড়িতেও শুনতাম, স্কুলেও শুনতাম৷ তাই হয়তো ওই গানটা এত মনের কাছের৷’’ বলতে বলতে দু'কলি গেয়েও শোনালেন টলিউডের ‘মন্টু’৷
ভাল গান গাইতে পারেন, ব্যান্ডও করেছিলেন৷ মাঝে ইউটিউব চ্যানেল খোলারও পরিকল্পনা ছিল৷ তা হলে কি আবার নতুন করে গান নিয়ে কিছু ভাবছেন? অভিনেতার কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল৷ ‘‘আমার গান নিয়ে আমি খুব পজেসিভ। মনে হত আমার গান, নিজের কাছেই রেখে দিই৷ তবে এখন আমি স্বপ্ন দেখি গান নিয়ে কিছু করার৷ রূপমদার মতো মানুষদের স্টেজে গাইতে দেখলে সেই ইচ্ছেটা আরও বেড়ে যায়৷ আমিও মঞ্চে উঠে এইভাবে শো করতে চাই, নাচতে চাই, হাসতে চাই, কাঁদতে চাই", আবেগ ঝরে পড়ল সৌরভের গলায়।