দিদি নম্বর ১-এর মহারবিবার। 'Super Sunday ধামাকায়' অংশগ্রহণ করতে এসেছেন - "মায়েদের সঙ্গে আপনাদের প্রিয় শিল্পীরা"। তবে তাঁর প্রোমো দেখে আপনিও বেজায় ভয় পাবেন। সঞ্চালকের আসন থেকেই রচনা তাঁর ছেলেকে দিলেন হুমকি। "আজ রাতেই তোর ফোন চেক করতে আসছি"-একেবারে আঙুল দেখিয়ে ধমক দিলেন অভিনেত্রী। ভয় পেল কি ছেলে রৌনক?
আরও পড়ুন : ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার
আরও পড়ুন : সুখবর! ফের পর্দায় গুনগুন-সৌজন্য জুটি, সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস, লীনার গল্পে নয়া মোড়
রৌনক বসু,অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। মায়েদের কাছে ছেলেরা বরাবরই একটু বেশিই প্রিয় হয়। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদেরও তৈরি হয় আলাদা দুনিয়া। সেইখানে বন্ধু-বান্ধব, সোশ্যাল মিডিয়া, নতুন মানুষ জায়গা করে নেয়৷ বেশ কিছু পরিবর্তন আসে৷ রাত জেগে ফোনে কী করে রৌনক? জানতে চান মা রচনা৷
সব মায়ের মতোই বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর৷ সব মায়েদের সঙ্গে নিজের দুঃখ শেয়ার করতে করতে ধমক দিয়েই বসলেন আজ৷ নায়িকার কথায়, “আমি প্রতি দিন রাতে আমার সঙ্গে ওকে শুতে বলি। কিছুতেই ঘরে ঢুকতে দেয় না।’’ক্যামেরার সামনে ধমক দিয়ে বললেন, “রৌনক, আজ রাতে আমি আসছি তোর কাছে, তোর ফোন চেক করতে।”