'গু-কাকু'(The potty Uncle) আসলে একটি বাংলা সিনেমা। বাংলায় এই ধরণের কাজ এর আগে হয়নি। হিন্দিতে অবশ্য পটি বা এই বিষয়ে কাজ আগেই হয়েছে। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং ইরফান খান অভিনীত ছবি 'পিকু'। সেখানে বিষয়টা যদিও অন্যভাবে ধরা হয়েছে। কিন্তু তবুও কোথাও তো কিছু কথা হয়েছে। যদিও 'গু-কাকু' একেবারে অন্য ছকের ছবি। মজার ছলে নানা কথা বলবে 'গু-কাকু'। ছবির নাম শুনেই ইতিমধ্যে উত্তেজনা শুরু হয়েছে।
advertisement
চোখ ধাঁধানো স্টার কাস্ট নিয়ে তৈরি হচ্ছে এই ছবি(The potty Uncle)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। ছবির প্রেক্ষাপট ৯০-এর দশকের একটি মফস্বলি এলাকা। এই ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের সুপারস্টার মোশাররফ করিম। বাংলাদেশের নাটকের জগতের সুপারস্টার তিনি। কী ভাবে নাটককে নতুন ভাষা দিতে হয় তা দেখিয়েছেন মোশাররফ করিম। কলকাতায় এটিই তাঁর প্রথম কাজ। পরিচালক মণীশ বসুর হাত ধরেই কলাকাতার ছবিতে পা রাখছেন তিনি। এই ছবির প্রযোজনা করছে মোজো প্রোডাকশন।
আরও পড়ুন: এই ধরণের আধার কার্ড বৈধ নয়! দূরে থাকুন নকল আধার থেকে! জানুন উপায়
মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, মিশকা হালিমের মতো অভিনেতারা। ব্রাত্য ও প্রান্তিক একজন মানুষ গোটা একটা গোষ্ঠীকে কী ভাবে প্রভাবিত করবেন তাই দেখার এই ছবিতে। পুরোপুরি মজার ছলে হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠার গল্প বলবে 'গু-কাকু'(The potty Uncle)। ফেব্রুয়ারিতেই শুরু হবে ছবির শ্যুটিং।