TRENDING:

Oscars 2023: ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ! এবারের অস্কারে থাকবে না রেড কার্পেট, কেন এমন সিদ্ধান্ত!

Last Updated:

Oscars 2023: গত বছরের অস্কারেই সেই চড়-কাণ্ড ঘটেছিল। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথার চুল নিয়ে ঠাট্টা করায় সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লস অ্যাঞ্জেলস: ৬২ বছরের ঐতিহ্য ভেঙে যাবে চলতি বছরের অস্কারে। থাকবে না সেই রেড কার্পেট। লালের জায়গা নিল শ্যাম্পেন রং। এবার গোটা বিশ্বের তারকারা হেঁটে যাবেন শ্যাম্পেন রঙের কার্পেটের উপর দিয়ে। অস্কার ২০২৩-এর সঞ্চালক জিমি কিমেল সদ্যই এই রং বদলের খবর দিয়েছেন। একইসঙ্গে সঞ্চালক, কমেডিয়ান, প্রযোজকের মস্করা, ‘এ বছর লাল রঙের কার্পেটের বদলে শ্যাম্পেন রঙের কার্পেট পাতা হবে। এতেই প্রমাণিত হয়, আমরা কতটা আত্মবিশ্বাসী যে এই বছর কোনও রকম রক্তপাত হবে না।’
অস্কার
অস্কার
advertisement

প্রসঙ্গত, গত বছরের অস্কারেই সেই চড়-কাণ্ড ঘটেছিল। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথার চুল নিয়ে ঠাট্টা করায় সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ। সেই প্রসঙ্গ টেনেই এ বছরের সঞ্চালকের এই মস্করা।

কিন্তু এই রং বদলের কারণ কী?

লাল রঙের তুলনায় এই রং চোখে আরাম দেবে বলে ধারণা উদ্যোক্তাদের। তা ছাড়া আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে একটি কমলা রঙের তাঁবু খাটানো হবে অতিথিদের জন্য। সেক্ষেত্রে দু’টি রং পাশাপাশি বেমানান লাগবে না। তা ছাড়া ছবি তোলার জন্য তারকাদের পোশাকের সঙ্গেও এই রং মানানসই বলে মনে করছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: সবথেকে কাছের মানুষকে হারালেন মাধুরী! বিধ্বস্ত বলিউড নায়িকা, পরিবারে শোকের ছায়া!

আরও পড়ুন: সতীশকে বিষ পান করিয়ে খুন করতে পারেন আমার স্বামী! বিস্ফোরক দাবি ব্যবসায়ী-পত্নীর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তাই এবারের ৯৫তম অস্কার অনুষ্ঠানে রং বদল করে ৬ দশকের ঐতিহ্য ভাঙা হবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023: ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ! এবারের অস্কারে থাকবে না রেড কার্পেট, কেন এমন সিদ্ধান্ত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল