প্রসঙ্গত, গত বছরের অস্কারেই সেই চড়-কাণ্ড ঘটেছিল। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথার চুল নিয়ে ঠাট্টা করায় সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ। সেই প্রসঙ্গ টেনেই এ বছরের সঞ্চালকের এই মস্করা।
কিন্তু এই রং বদলের কারণ কী?
লাল রঙের তুলনায় এই রং চোখে আরাম দেবে বলে ধারণা উদ্যোক্তাদের। তা ছাড়া আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে একটি কমলা রঙের তাঁবু খাটানো হবে অতিথিদের জন্য। সেক্ষেত্রে দু’টি রং পাশাপাশি বেমানান লাগবে না। তা ছাড়া ছবি তোলার জন্য তারকাদের পোশাকের সঙ্গেও এই রং মানানসই বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: সবথেকে কাছের মানুষকে হারালেন মাধুরী! বিধ্বস্ত বলিউড নায়িকা, পরিবারে শোকের ছায়া!
আরও পড়ুন: সতীশকে বিষ পান করিয়ে খুন করতে পারেন আমার স্বামী! বিস্ফোরক দাবি ব্যবসায়ী-পত্নীর
তাই এবারের ৯৫তম অস্কার অনুষ্ঠানে রং বদল করে ৬ দশকের ঐতিহ্য ভাঙা হবে।