ছবি মুক্তির অষ্টম দিনেই বক্স অফিস সংগ্রহ ১০০ কোটি ছুঁয়েছে। শুক্রবার অর্থাৎ হোলির দিন এই ছবি একদিনে আয় করেছে ১৯.০৫ কোটি টাকা। প্রায় বাহুবলীর বক্স অফিস সংগ্রহ ছুঁয়ে ফেলছে এই ছবি। আমির খানের ছবি দঙ্গল-এর রেকর্ড অতিক্রম করে ফেলেছে দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)। অষ্টম দিনে দঙ্গল-এর বক্স অফিস কালেকশন ছিল ১৮.৫৯ টাকা। সেই সীমা ছাড়িয়ে এখন দ্য কাশ্মীর ফাইলস-এর অষ্টম দিনের বক্স অফিস কালেকশন ১৯.০৫ টাকা। এখনও পর্যন্ত ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ১১৬.৪৫ টাকা।
advertisement
আরও পড়ুন- কাশ্মীর ফাইলস-এর পরিচালকের সঙ্গে জোট বাঁধছেন কঙ্গনা! কুইন বলছেন, 'এটাই দেশপ্রেম'
প্রথম সপ্তাহেই এই ছবি বক্স অফিসে ৯৭.৩০ টাকার ব্যবসা করে। যেহেতু হোলিতে অধিকাংশ মানুষের ছুটি থাকে। তাই এই দিন রেকর্ড গড়ে ফেলেছে এই ছবি। ছবিটিকে এবার তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লিতে ডাব করা হবে বলেও জানা যাচ্ছে। ছবিটি দ্বিতীয় সপ্তাহের মধ্যে ১৫০ কোটি টাকার ব্যবসা করবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- কাজল কি ফের গর্ভবতী? বডি-হাগিং পোশাক পরায় অভিনেত্রীকে তির্যক মন্তব্য
৬৩০ টি সিনেমা স্ক্রিনে এই ছবি মুক্তি পেয়েছিল। তবে ছবির এমন বক্স অফিস সাফল্য দেখে দেশের আরও বহু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এই ছবি তৈরি। দ্য কাশ্মীর ফাইলস-এ (The Kashmir Files) অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী।