The Kashmir Files : কাশ্মীর ফাইলস-এর পরিচালকের সঙ্গে জোট বাঁধছেন কঙ্গনা! কুইন বলছেন, 'এটাই দেশপ্রেম'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
The Kashmir Files : ছবিটির প্রশংসায় বার বার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
#মুম্বই: বক্স অফিসে রমরমিয়ে চলছে বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের পরিস্থিতি নিয়ে তৈরি এই ছবি। ছবিটির প্রশংসায় বার বার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। আর এবার বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে জোট বাঁধতে চলেছেন অভিনেত্রী নিজেই।
ছবিটি (The Kashmir Files) মুক্তি পেয়েছে গত ১১ মার্চ। তবে এর মধ্যেই দ্য কাশ্মীর ফাইলস ১০০ কোটির সীমা ছুঁয়ে ফেলেছে। আর তাই ছবির পরিচালকের সঙ্গে একটি নতুন ছবির জন্য কথাবার্তা বলা শুরু করেছেন কঙ্গনা। জানা যাচ্ছে, বিবেক নিজেই কঙ্গনাকে একটি ছবির প্রস্তাব দিয়েছেন। সেই নিয়ে বেশ কয়েকটি মিটিং সেরে ফেলেছেন তাঁরা ইতিমধ্যেই।
advertisement
এক সূত্রের কথায়, "বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) হাতে এখন বেশ কিছু ছবি আছে। তার মধ্যে একটির জন্য কঙ্গনার সঙ্গে কথা বলেছেন। অভিনেত্রীও জোট বাঁধতে আগ্রহ দেখিয়েছেন। দুজনের সম্পর্ক ভালো এবং একই ধরনের চিন্তাধারা রাখেন।"
advertisement
advertisement
১০০ কোটি বক্স অফিস সংগ্রহের পরে ছবিটি (The Kashmir Files) সম্পর্কে কঙ্গনা (Kangana Ranaut)বলেন, "এটা ব্যবসা নয়। এটা হল এক শিল্পীর দেশপ্রেমের ভাবনা।" অনুপম খেরের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন তিনি। কঙ্গনা লিখেছেন, "শহরে নতুন ব্লকবাস্টার নায়ক। তবে ব্যতিক্রম হল, ইনি অভিনয়টা জানেন।"
advertisement
প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এই ছবি তৈরি। ৬৩০ টি সিনেমা স্ক্রিনে এই ছবি মুক্তি পেয়েছিল। তবে ছবির এমন বক্স অফিস সাফল্য দেখে দেশের আরও বহু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। দ্য কাশ্মীর ফাইলস-এ অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2022 4:34 PM IST