Kajol : কাজল কি ফের গর্ভবতী? বডি-হাগিং পোশাক পরায় অভিনেত্রীকে তির্যক মন্তব্য

Last Updated:
Kajol : অপূর্ব মেহেতার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। সেখানেই কালো রঙের একটি বডি হাগিং পোশাকে আসেন।
1/6
সম্প্রতি চরম ট্রোলিং এর শিকার হলেন অভিনেত্রী কাজল (Kajol)। অপূর্ব মেহেতার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। সেখানেই কালো রঙের একটি বডি হাগিং পোশাকে আসেন।
সম্প্রতি চরম ট্রোলিং এর শিকার হলেন অভিনেত্রী কাজল (Kajol)। অপূর্ব মেহেতার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। সেখানেই কালো রঙের একটি বডি হাগিং পোশাকে আসেন।
advertisement
2/6
এই পোশাকের জন্যই নানা রকমের তির্যক মন্তব্য করেন নেটিজেনরা, যাকে আমরা বডিশেমিং বলেই জানি।
এই পোশাকের জন্যই নানা রকমের তির্যক মন্তব্য করেন নেটিজেনরা, যাকে আমরা বডিশেমিং বলেই জানি।
advertisement
3/6
পার্টিতে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন কাজল (Kajol)। সেই ছবিগুলি দেখেই নেটিজেন নানা রকমের নেতিবাচক মন্তব্য ছুড়ে দিয়েছে।
পার্টিতে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন কাজল (Kajol)। সেই ছবিগুলি দেখেই নেটিজেন নানা রকমের নেতিবাচক মন্তব্য ছুড়ে দিয়েছে।
advertisement
4/6
শরীরে চাপা পোশাক দেখে কেউ কেউ জিজ্ঞাসা করেছে, 'কাজল (Kajol) কি গর্ভবতী'? কেউ আবার জিজ্ঞাসা করেছেন , কীভাবে এত মোটা হলেন কাজল?
শরীরে চাপা পোশাক দেখে কেউ কেউ জিজ্ঞাসা করেছে, 'কাজল (Kajol) কি গর্ভবতী'? কেউ আবার জিজ্ঞাসা করেছেন , কীভাবে এত মোটা হলেন কাজল?
advertisement
5/6
তবে নিন্দুকদের জবাব দিয়েছেন কাজলের অনুরাগীরাই। এক মহিলা লিখছেন, "উনি মোটেই গর্ভবতী না। ২ সন্তানের জন্ম দিয়ে আমার পেটও এমন হয়ে গিয়েছে। আমাকেও অনেকে এভাবে জিজ্ঞাসা করেন আমি গর্ভবতী কিনা। এটা অপমানজনক।"
তবে নিন্দুকদের জবাব দিয়েছেন কাজলের অনুরাগীরাই। এক মহিলা লিখছেন, "উনি মোটেই গর্ভবতী না। ২ সন্তানের জন্ম দিয়ে আমার পেটও এমন হয়ে গিয়েছে। আমাকেও অনেকে এভাবে জিজ্ঞাসা করেন আমি গর্ভবতী কিনা। এটা অপমানজনক।"
advertisement
6/6
অনেকেই বডিশেমিং এর বিরুদ্ধে সরব হয়েছেন। একজন লিখেছেন, "কাজলকে কুর্ণিশ, আত্মবিশ্বাসের সঙ্গে এমন পোশাক পরেছেন। "
অনেকেই বডিশেমিং এর বিরুদ্ধে সরব হয়েছেন। একজন লিখেছেন, "কাজলকে কুর্ণিশ, আত্মবিশ্বাসের সঙ্গে এমন পোশাক পরেছেন। "
advertisement
advertisement
advertisement