আরও পড়ুন- দায়িত্ব নিয়েই মোদিকে ধন্যবাদ জ্ঞাপন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের!
এই উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “আমরা আনন্দিত যে কাশ্মীর ফাইলস সারা বিশ্বের অনেক মানুষের কাছে পৌঁছেছে এবং অনুরণিত হয়েছে এবং এখন ZEE5-এর পদক্ষেপের ফলে সিনেমাটি শুধুমাত্র হিন্দিতেই নয়, তামিল, তেলগু, কন্নড় এবং ভারতীয় সাংকেতিক ভাষাতেও দেখা যাবে। এটি এমন একটি গল্প যা অবশ্যই সবার জানা উচিত।”
অভিনেতা দর্শন কুমার বলেন, “কাশ্মীর ফাইলস বেদনা, যন্ত্রণা এবং সংগ্রামের গল্প। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই এই গল্পটি সম্পর্কে জানা উচিত কারণ এটি বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য অণুপ্রেরণা দেবে।”
আরও পড়ুন- সুখবর! তাপপ্রবাহ থেকে মুক্তি দিতে আগেভাগেই দেশে আসছে বর্ষা! প্রথম বৃষ্টি কবে?
অন্যদিকে, বিবেক অগ্নিহোত্রী শুক্রবার মুম্বইতে দ্য কাশ্মীর ফাইলস কনসার্টেরও ব্যবস্থা করেছেন। পরিচালক এবং তাঁর স্ত্রী পল্লবী জোশীও এই অনুষ্ঠানে অংশ নেবেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি গত ১১ মার্চ মুক্তি পেয়েছে এবং মহামারীর পরে ৩০০ কোটি টাকারও বেশি ব্যবসা করা প্রথম সিনেমা এটিই। চলচ্চিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী এবং দর্শন কুমার।