কী কী রয়েছে পেটপুজোর উপকরণে?
রিসেপশনে পা রাখার সঙ্গে সঙ্গে তিন রকমের পানীয়। মকটেল, কোল্ড ড্রিঙ্ক আর কফি। তার পর প্লেটে প্লেটে আসবে চিকেন রেশমি কবাব, পনীর টিক্কা, ফিশ ফিঙ্গার, হরাভরা কবাব। এ তো সবে শুরু।
আরও পড়ুন: ট্যাক্সি করে ঋত্বিকদার সঙ্গে রাতের প্রিন্সেপ, ভিক্টোরিয়া, কত কী দেখলাম: অন্বেষা
advertisement
তার পরেই না আসল পেটপুজো! অতিথিদের পেটে পড়বে কড়াইশুঁটির কচুরি, তাওয়া লচ্ছা পরোটা, গার্লিক নান। সঙ্গে রাখা থাকবে নানা ধরনের সালাড। ভাজায় থাকছে কবিরাজি কাটলেট এবং ফিশ ফ্রাই। তার পর মেনুতে রয়েছে, স্টাফড আলুর দম, আফগানি মটম কিমা, ফুলকপির রোস্ট, মটন বিরিয়ানি, চিকেন চাপ, বাসন্তী পোলাও, কড়াই পনীর, নবরত্ন কোর্মা।
আরও পড়ুন: শৈলজা-সনাতনের ফন্দিতেই কি ঈশানের থেকে দূরে চলে যাবে গৌরী? নয়া মোড় মেগাতে!
মিষ্টিমুখের তালিকা যেন এর থেকেও লম্বা। রয়েছে, বেকড দই, গরম জিলিপির সঙ্গে রাবড়ি, মিহিদানা টার্ট, গরম গরম গুলাব জামুন, চকো মাড পাই, নলেন গুড়ের আইসক্রিম। কাঁচা আমের চাটনির সঙ্গে পাওয়া যাবে মুচমুচে পাঁপড়ভাজা।
এখানেই শেষ নয়। মুখশুদ্ধির জিন্য মিলবে চার রকমের পান। মিষ্টি পান, আগুন পান, চকোলেট পান আর আম পান।
শুক্রবারের এই আড়ম্বরপূর্ণ রিসেপশনে কে কত খেতে পারে, সেটাই দেখা বাকি! বিক্রম আর অনামিকার বিয়ে দেখতে এসে না খেতে খেতেই হাঁপিয়ে পড়েন 'লালকুঠি'র অতিথিরা। জানা যাবে ১৭ তারিখ রাত সাড়ে ৯টা।