Ei Poth Jodi Na Sesh Hoy: ট্যাক্সি করে ঋত্বিকদার সঙ্গে রাতের প্রিন্সেপ, ভিক্টোরিয়া, কত কী দেখলাম: অন্বেষা

Last Updated:
Ei Poth Jodi Na Sesh Hoy: ট্যাক্সিচালক সাত্যকির সঙ্গে রাতের শহর ঘোরার শখ বহু দিন ধরে লালন করছিল ঊর্মি। বহু প্রতীক্ষার অবসান হল। অবশেষে এল সেই রাত।
1/8
মৃত্যুশয্যায় ছিল ঊর্মি। শরীরে পাওয়া গিয়েছিল বিষ। তার পর পরিবারের সকলের স্নেহে এবং সাত্যকির প্রেমে চোখ খুলে উঠে বসেছে 'আমাদের এই পথ যদি না শেষ হয়'-এর নায়িকা। তারই উদযাপনে সাত্যকি-ঊর্মি বেরিয়ে পড়ল রাতের কলকাতা দেখতে।
মৃত্যুশয্যায় ছিল ঊর্মি। শরীরে পাওয়া গিয়েছিল বিষ। তার পর পরিবারের সকলের স্নেহে এবং সাত্যকির প্রেমে চোখ খুলে উঠে বসেছে 'আমাদের এই পথ যদি না শেষ হয়'-এর নায়িকা। তারই উদযাপনে সাত্যকি-ঊর্মি বেরিয়ে পড়ল রাতের কলকাতা দেখতে।
advertisement
2/8
প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, ভিক্টোরিয়া, রেড রোড-এ ট্যাক্সি চেপে ঘুরে বেরিয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা। ট্যাক্সিচালক সাত্যকির সঙ্গে রাতের শহর ঘোরার শখ বহু দিন ধরে লালন করছিলেন ঊর্মি। বহু প্রতীক্ষার অবসান হল। অবশেষে এল সেই রাত।
প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, ভিক্টোরিয়া, রেড রোড-এ ট্যাক্সি চেপে ঘুরে বেরিয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা। ট্যাক্সিচালক সাত্যকির সঙ্গে রাতের শহর ঘোরার শখ বহু দিন ধরে লালন করছিলেন ঊর্মি। বহু প্রতীক্ষার অবসান হল। অবশেষে এল সেই রাত।
advertisement
3/8
নিউজ18 বাংলাকে নায়িকা অন্বেষা হাজরা বললেন, ''নিয়ম ভেঙে শ্যুটিং হয়নি। সব ফাঁকা রাস্তায় খুব শৃঙ্খলা মেনে শ্যুট করেছি আমরা। রাতের কলকাতা ঘুরে খুব ভাল লাগল। কাস্টের মধ্যে কেবল আমি আর ঋত্বিকদাই (নায়ক) ছিলাম।''
নিউজ18 বাংলাকে নায়িকা অন্বেষা হাজরা বললেন, ''নিয়ম ভেঙে শ্যুটিং হয়নি। সব ফাঁকা রাস্তায় খুব শৃঙ্খলা মেনে শ্যুট করেছি আমরা। রাতের কলকাতা ঘুরে খুব ভাল লাগল। কাস্টের মধ্যে কেবল আমি আর ঋত্বিকদাই (নায়ক) ছিলাম।''
advertisement
4/8
অন্বেষার কথাতেই জানা গেল, রাত পৌনে বারোটায় বেরিয়ে শ্যুটিং শুরু হয়েছিল। শ্যুটিংয়ের ফাঁকতালে তিনি টুক ঘুমিয়ে নিয়েছেন গাড়িতে।
অন্বেষার কথাতেই জানা গেল, রাত পৌনে বারোটায় বেরিয়ে শ্যুটিং শুরু হয়েছিল। শ্যুটিংয়ের ফাঁকতালে তিনি টুক ঘুমিয়ে নিয়েছেন গাড়িতে।
advertisement
5/8
রাত জাগতে চা-কফি, খাবার দাবারের আয়োজন ছিল বটে। কিন্তু ঊর্মি সে সবের আশেপাশেও যাননি। তাঁর কথায়, ''উটের কুঁজে যেমন জল ভরা থাকে, আমারও পেটে একেবারে রাতের জন্য খাবার মজুত করা ছিল।''
রাত জাগতে চা-কফি, খাবার দাবারের আয়োজন ছিল বটে। কিন্তু ঊর্মি সে সবের আশেপাশেও যাননি। তাঁর কথায়, ''উটের কুঁজে যেমন জল ভরা থাকে, আমারও পেটে একেবারে রাতের জন্য খাবার মজুত করা ছিল।''
advertisement
6/8
তাই চা বা কফি, অথবা খাবার খেয়ে সময় নষ্ট না করে একটু বিরতি পেলেই তিনি ঘুমিয়ে নিয়েছেন। আর তাই শ্যুটিং কখন শেষ হয়েছে, তাঁর জানা নেই। প্রায় ঘুমন্ত অবস্থায় বাড়িতে নামানো হয়েছে অন্বেষাকে।
তাই চা বা কফি, অথবা খাবার খেয়ে সময় নষ্ট না করে একটু বিরতি পেলেই তিনি ঘুমিয়ে নিয়েছেন। আর তাই শ্যুটিং কখন শেষ হয়েছে, তাঁর জানা নেই। প্রায় ঘুমন্ত অবস্থায় বাড়িতে নামানো হয়েছে অন্বেষাকে।
advertisement
7/8
পরের দিন বেলা করে কল টাইম ছিল। তাই রাতের কম ঘুম সকালে পুষিয়ে নিয়েছেন অন্বেষা। বেলা বাড়তে আবার ভারতলক্ষ্মী স্টুডিও। আবার সেটের ভিতর ঊর্মি সাজা।
পরের দিন বেলা করে কল টাইম ছিল। তাই রাতের কম ঘুম সকালে পুষিয়ে নিয়েছেন অন্বেষা। বেলা বাড়তে আবার ভারতলক্ষ্মী স্টুডিও। আবার সেটের ভিতর ঊর্মি সাজা।
advertisement
8/8
কিন্তু এ ভাবে রাতের কলকাতা ঘুরে শ্যুটিংয়ের রেশ থেকে যাবে আনন্দ। তাদের বিয়ের ১১ মাস পূর্তিতে তার টুকাইবাবু যে তাকে এমন একটি উপহার দেবে, তা কে জানত! তার আনন্দ তো আলাদাই!
কিন্তু এ ভাবে রাতের কলকাতা ঘুরে শ্যুটিংয়ের রেশ থেকে যাবে আনন্দ। তাদের বিয়ের ১১ মাস পূর্তিতে তার টুকাইবাবু যে তাকে এমন একটি উপহার দেবে, তা কে জানত! তার আনন্দ তো আলাদাই!
advertisement
advertisement
advertisement