TRENDING:

The Accidental Prime Minister Movie Review: পলিটিক্যাল ড্রামা নয়, বরং সস্তা কমেডি !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এমনিতে বলিউডে খুব একটা রাজনৈতিক ছবি হতে দেখা যায় না ৷ প্রকাশ ঝা বেশ কয়েকটি বানিয়েছেন অবশ্যই, যা কিনা বক্স অফিসে সাফল্যও পেয়েছে ৷ তবে সেই সব ছবিতে মূলত বাস্তব ঘটনা থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে গল্প ৷ তা প্রকাশ ঝা-র ‘রাজনীতি’ কিংবা ‘সত্যগ্রহ’ দেখলেই স্পষ্ট হয়ে যায় ৷ এমনকী, বলিউডে কোনও বিশেষ রাজনৈতিক ব্যক্তিকে নিয়েও ছবির সংখ্যা বেশ কম ! তবে সঠিক অর্থে যদি পলিটিক্যাল ড্রামা হিসেবে কোনও ছবিকে বাছা যায়, যেখানে কিনা ভারতীয় রাজনীতি ফুটে ওঠে, তাহলে সবার আগে মনে পড়বে ‘গান্ধি’ ছবির কথা ৷ পরিচালক স্যার রিচার্ড অ্যাটেনবার্গ মহাত্মার ব্যক্তিত্ব, ভারতীয় রাজনীতির সঠিক মিশেল দেখিয়েছিলেন ছবিতে ৷ সেদিক থেকে দেখলে, পরিচালক বিজয় গুট্টের ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ হতেই পারত সঠিক অর্থে বলিউডে তৈরি হওয়া এক পলিটিক্যাল ড্রামা ৷ কিন্তু শেষমেশ, তা আর হয়ে উঠল না ! অনুপম খেরের শত চেষ্টার পরেও ছবি বেশ কিছুটা ক্যারিকেচার হয়ে রইল !

দ্য অক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার

2.5/5
undefined undefined ১১||ড্রামা
Starring:অনুপম খের, অক্ষয় খান্নাDirector:বিজয় রত্নাকর গুট্টেMusic:
Watch Trailer
advertisement

আরও পড়ুন 

Simmba Movie Review: ছবির নাম রণবীর সিং হলেও ক্ষতি ছিল না

পরিচালক বিজয় গুট্টে ছবির গল্প ধার করেছিল সঞ্জয় বারুর একই নামের বই থেকে ৷ বরং, বিজয়ের ছবিতে অক্ষয় খান্না অভিনয়ও করেছেন সঞ্জয় বারু-র চরিত্রে ৷ আর তা চোখ দিয়েই ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির গল্প এগিয়ে নিয়ে চলা ৷ এই ছবির সময়কাল, ২০০৪ থেকে ২০১৪ ৷ সিনেমার প্লট অনুযায়ী, এই সময়ে দেশ পেল এক দুর্বল প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ যিনি কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধির হাতের ইশারায় চলতেন ৷ সেই সময় রাজনৈতিক মহলে একটাই কথা চলত, সোনিয়া গান্ধির কথাই আসলে বলতেন মনমোহন সিং ৷ ছবিতে বার বারই মনমোহন সিংয়ের চরিত্রকে খর্ব করে দেখানো হয়েছে ৷ দেখানো হয়েছে কংগ্রেসের হাতের পুতুল হিসেবে ৷ সিনেমায় এসেছে সেই সময়ের নানা দুর্নীতির কথাও ৷ বিশেষ করে দেখানো হয়েছে, নিউক্লিয়ার ডিল নিয়ে ওঠা বিতর্ক ৷ তবে প্রতিটি ক্ষেত্রে অতিরঞ্জিত ! অনেক সময়ই মনে হবে, দৃশ্যকে নাটকীয় করে তোলার জন্য ‘মিথ্যে’ বাস্তবের সাহায্য নেওয়া হয়েছে ৷ গোটা ছবিতেই বহুবার ব্যবহৃত হয়েছে এরকমই মিথ্যে বাস্তব ! আর যা কিনা ছবির চিত্রনাট্যকে দুর্বলতর করে তুলেছে৷

advertisement

মনমোহন সিং চরিত্রে নিজেকে তুলে ধরার জন্য অনুপম খের যে খেটেছেন, তা গোটা ছবি জুড়ে স্পষ্ট ৷ কিন্তু ছবিতে সঞ্জয় মারু হিসেবে অক্ষয় খান্না, সোনিয়ার ভূমিকায় সুশান বার্নেটের চরিত্রগুলো একটু বেশি নাটকীয় ৷ যা কিনা ছবিকে কোথাও গিয়ে ক্যারিকেচারে পরিণত করে ৷ বিশেষ করে মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা হিসেবে অক্ষয় খান্না যে ছবির কমেডি রিলিফ ! অভিনেতাদের লুক অ্যান্ড ফিলে বাস্তবের সঙ্গে বেশিমাত্রায় মিল খুঁজতে গিয়ে অভিনয়কে কম গুরুত্ব দিয়েছেন পরিচালক তা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে প্রায় প্রত্যেকটি ফ্রেমে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে সব শেষে প্রশ্ন ওঠে একজন মৃদুভাষী মানুষ, অর্থনীতিবিদ ও দু’বার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে ‘অর্থব’ ছবি বানানোর কি কোনও প্রয়োজনীওতা ছিল ? প্রশ্ন ওঠে এই ছবি কী শুধু লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই তৈরি এক প্রোপাগান্ডা ছবি ? অন্তত, সঠিক অর্থে পলিটিক্যাল ছবি বা বায়োপিকের সত্যতা কোনওভাবেই রাখতে পারে না ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিষ্টার’ !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
The Accidental Prime Minister Movie Review: পলিটিক্যাল ড্রামা নয়, বরং সস্তা কমেডি !