Simmba Movie Review: ছবির নাম রণবীর সিং হলেও ক্ষতি ছিল না

Last Updated:
#কলকাতা: গাড়ি উড়ল, উড়লেন হিরো ৷ দুমদাম মারপিট ৷ সংলাপে, সংলাপে ফুলে ফেঁপে ওঠা আগ্নেয়গিরি ! আর পর্দা জুড়ে পেশিবহুল রণবীর সিং ! যদি অল্প কথায় জানতে চাওয়া হয় রোহিত শেট্টির নতুন ছবি সিম্বা কেমন হল? তাহলে ওপরের শব্দগুলো একের পর এক বলে গেলেই হল ৷ আর বাদ বাকি যা পড়ে থাকবে, তা হল পর্দায় ২ ঘণ্টা ধরে চলা অ্যাকশন কীর্তি ! বলা ভালো বছর শেষে রোহিত শেট্টি আর রণবীর সিং, বক্স অফিসকে নড়িয়ে দিলেন ৷ যে বক্স অফিসে গত সপ্তাহেই গোল্লার গড়াগড়ি, সেই বক্স অফিসে এবার লক্ষ্মী অর্জনের দায়িত্ব একেবারে কাঁধে নিয়ে মাঠে নেমেছেন রোহিত ও রণবীর ৷ আর মাঠই বটে ! কারণ, সিম্বা ছবিতে গোটা কাণ্ডটাই ঘটে যা কখনও খোলা মাঠে, কখনও খোলা বারান্দায় ! হ্যাঁ, রণবীরের পেশিবহুল খোলামেলা শরীরও আছে !

সিম্বা

3.5/5
undefined undefined 28.12.2018|হিন্দি|অ্যাকশন, কমেডি
Starring:রণবীর সিং, সারা আলি খান, সোনু সুদDirector:রোহিত শেট্টিMusic:বাদশা, এস থামান, তানিশক বাগচী, অর্জুনা হরজাই, অমর মোহিলে
Watch Trailer
রোহিত শেট্টি বার বার নাকচ করেছেন ৷ তবুও এই ছবি যে দক্ষিণী সুপারস্টার জুনিয়ার এনটি আরের ‘টেম্পার’-এর রিমেক, তা কিন্তু সিনেপ্রেমিরা প্রত্যেকটি দৃশ্যে ধরে ফেলেছেন ! তবে হ্যাঁ, রোহিতের হাতে পড়ে দক্ষিণী গল্প, পেয়েছে বলিউডি লুক ৷ ঠিক যেমন, ‘চেন্নাই এক্সপ্রেস’ ! কিম্বা ‘সিংহম’ !
advertisement
advertisement
‘সিংহম’ ও ‘সিংহম রিটার্নস’-এর শেষ, সেখান থেকেই যেন শুরু সিম্বা ! বাচ্চা ছেলের সৎ-সাহসী এক পুলিশ হয়ে ওঠার গল্প ৷ তবে পুলিশ হওয়ার পরে, আদর্শ কুপোকাত ৷ বরং দুনীর্তি, ঘুষ নিয়ে দিব্য মজায় সিম্বা (রণবীর সিং) পুলিশ অফিসার ৷ তবে রোহিত শেট্টি কী আর এক দুনীর্তি পরায়ণ পুলিশ অফিসারের গল্প বলবেন ? তাই তো ছবি একটু এগোতেই একটি মেয়ের ধর্ষণ ! আর তারপর রাবণের রাম হয়ে ওঠার গল্প !
advertisement
রোহিত শেট্টির এই সিম্বা, তাঁর অন্যান্য ছবির মতো অ্যাকশন প্যাকড ৷ যেখানে গাড়িও উড়বে, ধুলোও উড়বে, হিরোও উড়বে আর ভিলেন হবে কুপোকাত ! এই ছবিতেও একের পর এক এমনই ঘটে ৷ অনেক সময় মনেই হবে, অ্যাকশনটা কী একটু বড্ড বেশি না ! কিন্তু তখনই মনে পড়ে যাবে, আপনি রোহিত শেট্টির সিনেমা দেখতে এসেছেন৷
advertisement
সিম্বা আসলে রণবীর সিংয়ের জন্যই তৈরি করেছেন রোহিত শেট্টি ৷ তা অন্তত গোটা ছবি দেখে স্পষ্ট ৷ তাই তো রোহিতের তৈরি করা জমিতে একাই খেলে গিয়েছেন রণবীর সিং ৷ খেলেছেনও দারুণ ৷ তবে এরই মাঝে খলনায়কের চরিত্রে সোনু সুদ আলাদা করে নজর কেড়েছেন ৷ বহুদিন বাদে আলাদা করে নজর কাড়েন আশুতোষ রানা ৷ আর সারা আলি খান ? বলা ভালো, রোহিতের এই ছবিতে সারা আলি খান শুধুই মাত্র একটি প্রপ ৷ যিনি গান গেয়েছেন, নেচেছেন, রণবীরের সঙ্গে প্রেম করেছেন ৷ স্ক্রিন জুড়ে সুন্দর সেজেগুজে ঘুরেছেন ৷ সারা একেবারেই অভিনয় দেখানোর সুযোগটি পাননি ৷ এমনকী, ছবিতে তাঁর উপস্থিতি বেশ কম৷ তবুও যখন এসেছেন চোখে আরাম দিয়েছেন সারা আলি খান !
advertisement
গল্পের দিক থেকে ‘সিম্বা’ ছবি মোটেই নতুন নয় ৷ বরং, বেশ পুরনো, জানা গল্প ৷ তবে রাহিতের মোড়কে এই ছবি দেখতে ঝকঝকে ৷ একশো শতাংশ বিনোদনে ভরপুর ৷ হল থেকে বেরিয়ে আসার পর রণবীর সিং, অ্যাকশন ছাড়াও মনে থাকবে, ‘তেরে বিন’ গানের রিমেক ! যা সত্যিই মন ভালো করে দেয় ৷ মনে থাকবে, ছবির শেষে ‘আঁখ মারে লড়কা’ ও ‘গোলমাল’ টিমের ফূর্তিও !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Simmba Movie Review: ছবির নাম রণবীর সিং হলেও ক্ষতি ছিল না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement