Simmba Movie Review: ছবির নাম রণবীর সিং হলেও ক্ষতি ছিল না

Last Updated:
#কলকাতা: গাড়ি উড়ল, উড়লেন হিরো ৷ দুমদাম মারপিট ৷ সংলাপে, সংলাপে ফুলে ফেঁপে ওঠা আগ্নেয়গিরি ! আর পর্দা জুড়ে পেশিবহুল রণবীর সিং ! যদি অল্প কথায় জানতে চাওয়া হয় রোহিত শেট্টির নতুন ছবি সিম্বা কেমন হল? তাহলে ওপরের শব্দগুলো একের পর এক বলে গেলেই হল ৷ আর বাদ বাকি যা পড়ে থাকবে, তা হল পর্দায় ২ ঘণ্টা ধরে চলা অ্যাকশন কীর্তি ! বলা ভালো বছর শেষে রোহিত শেট্টি আর রণবীর সিং, বক্স অফিসকে নড়িয়ে দিলেন ৷ যে বক্স অফিসে গত সপ্তাহেই গোল্লার গড়াগড়ি, সেই বক্স অফিসে এবার লক্ষ্মী অর্জনের দায়িত্ব একেবারে কাঁধে নিয়ে মাঠে নেমেছেন রোহিত ও রণবীর ৷ আর মাঠই বটে ! কারণ, সিম্বা ছবিতে গোটা কাণ্ডটাই ঘটে যা কখনও খোলা মাঠে, কখনও খোলা বারান্দায় ! হ্যাঁ, রণবীরের পেশিবহুল খোলামেলা শরীরও আছে !

সিম্বা

3.5/5
undefined undefined 28.12.2018|হিন্দি|অ্যাকশন, কমেডি
Starring:রণবীর সিং, সারা আলি খান, সোনু সুদDirector:রোহিত শেট্টিMusic:বাদশা, এস থামান, তানিশক বাগচী, অর্জুনা হরজাই, অমর মোহিলে
Watch Trailer
রোহিত শেট্টি বার বার নাকচ করেছেন ৷ তবুও এই ছবি যে দক্ষিণী সুপারস্টার জুনিয়ার এনটি আরের ‘টেম্পার’-এর রিমেক, তা কিন্তু সিনেপ্রেমিরা প্রত্যেকটি দৃশ্যে ধরে ফেলেছেন ! তবে হ্যাঁ, রোহিতের হাতে পড়ে দক্ষিণী গল্প, পেয়েছে বলিউডি লুক ৷ ঠিক যেমন, ‘চেন্নাই এক্সপ্রেস’ ! কিম্বা ‘সিংহম’ !
advertisement
advertisement
‘সিংহম’ ও ‘সিংহম রিটার্নস’-এর শেষ, সেখান থেকেই যেন শুরু সিম্বা ! বাচ্চা ছেলের সৎ-সাহসী এক পুলিশ হয়ে ওঠার গল্প ৷ তবে পুলিশ হওয়ার পরে, আদর্শ কুপোকাত ৷ বরং দুনীর্তি, ঘুষ নিয়ে দিব্য মজায় সিম্বা (রণবীর সিং) পুলিশ অফিসার ৷ তবে রোহিত শেট্টি কী আর এক দুনীর্তি পরায়ণ পুলিশ অফিসারের গল্প বলবেন ? তাই তো ছবি একটু এগোতেই একটি মেয়ের ধর্ষণ ! আর তারপর রাবণের রাম হয়ে ওঠার গল্প !
advertisement
রোহিত শেট্টির এই সিম্বা, তাঁর অন্যান্য ছবির মতো অ্যাকশন প্যাকড ৷ যেখানে গাড়িও উড়বে, ধুলোও উড়বে, হিরোও উড়বে আর ভিলেন হবে কুপোকাত ! এই ছবিতেও একের পর এক এমনই ঘটে ৷ অনেক সময় মনেই হবে, অ্যাকশনটা কী একটু বড্ড বেশি না ! কিন্তু তখনই মনে পড়ে যাবে, আপনি রোহিত শেট্টির সিনেমা দেখতে এসেছেন৷
advertisement
সিম্বা আসলে রণবীর সিংয়ের জন্যই তৈরি করেছেন রোহিত শেট্টি ৷ তা অন্তত গোটা ছবি দেখে স্পষ্ট ৷ তাই তো রোহিতের তৈরি করা জমিতে একাই খেলে গিয়েছেন রণবীর সিং ৷ খেলেছেনও দারুণ ৷ তবে এরই মাঝে খলনায়কের চরিত্রে সোনু সুদ আলাদা করে নজর কেড়েছেন ৷ বহুদিন বাদে আলাদা করে নজর কাড়েন আশুতোষ রানা ৷ আর সারা আলি খান ? বলা ভালো, রোহিতের এই ছবিতে সারা আলি খান শুধুই মাত্র একটি প্রপ ৷ যিনি গান গেয়েছেন, নেচেছেন, রণবীরের সঙ্গে প্রেম করেছেন ৷ স্ক্রিন জুড়ে সুন্দর সেজেগুজে ঘুরেছেন ৷ সারা একেবারেই অভিনয় দেখানোর সুযোগটি পাননি ৷ এমনকী, ছবিতে তাঁর উপস্থিতি বেশ কম৷ তবুও যখন এসেছেন চোখে আরাম দিয়েছেন সারা আলি খান !
advertisement
গল্পের দিক থেকে ‘সিম্বা’ ছবি মোটেই নতুন নয় ৷ বরং, বেশ পুরনো, জানা গল্প ৷ তবে রাহিতের মোড়কে এই ছবি দেখতে ঝকঝকে ৷ একশো শতাংশ বিনোদনে ভরপুর ৷ হল থেকে বেরিয়ে আসার পর রণবীর সিং, অ্যাকশন ছাড়াও মনে থাকবে, ‘তেরে বিন’ গানের রিমেক ! যা সত্যিই মন ভালো করে দেয় ৷ মনে থাকবে, ছবির শেষে ‘আঁখ মারে লড়কা’ ও ‘গোলমাল’ টিমের ফূর্তিও !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Simmba Movie Review: ছবির নাম রণবীর সিং হলেও ক্ষতি ছিল না
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement