আরও পড়ুন: ট্যাক্সিচালক হয়ে হাজির সাউথ-সুপারস্টার! সকাল থেকে তুলকালাম ভিক্টোরিয়া, কড়া নিরাপত্তা
আগামিকাল হাওড়ার ফুলবাজার এলাকায় শ্যুটিং করার কথা দুই তারকার। এছাড়া বিবিডি বাগ, ডালহৌসি চত্বরেও শ্যুটিং হবে বলে শোনা যাচ্ছে সূত্র মারফত। কালীঘাট-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অভিনয় করবেন চিরঞ্জীবী এবং তমান্না। আইনজীবীর চরিত্রে দেখা যাবে নায়িকাকে। সঙ্গে থাকবেন আরও এক নায়িকা, কীর্তি সুরেশ। আগামী ১০ মে পর্যন্ত কলকাতাতেই ছবির শ্যুটের শিডিউল।
advertisement
ইতিমধ্যেই হলুদ ট্যাক্সিতে তাঁর বসে থাকার ছবি সাড়া ফেলেছে অনুরাগীমহলে। কথা ছিল, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কলকাতায় কাজ শুরু করবেন অভিনেতা। সেই পরিকল্পনা মতোই প্রস্তুতি সারা। আজ সেই ব্যস্ত রূপেই দেখা দিলেন রামচরণের বাবা।
আরও পড়ুন: শহরে চিরঞ্জীবী! কলকাতায় কোথায় কোথায় ঘুরে ছবির শ্যুট হবে জানেন
গ্যাংস্টার-ট্যাক্সি চালকের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। চালকের নীল রঙের পোশাক পরে দেখা গেল তারকাকে। চিরঞ্জীবীর চারদিকে দেহরক্ষীরা তাঁকে ঘিরে রেখেছেন। কোনও রকম যানজট, বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেই দিকে নজর রাখছে প্রযোজনা সংস্থা।