Chiranjeevi in Kolkata: ট্যাক্সিচালক হয়ে হাজির সাউথ-সুপারস্টার! সকাল থেকে তুলকালাম ভিক্টোরিয়া, কড়া নিরাপত্তা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Chiranjeevi in Kolkata: মহা আয়োজন সেই শ্যুটিংয়ের। রাস্তার মাঝেই মস্ত মস্ত ক্যামেরা পেতে শ্যুট চলছে। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় কাজ চলছে। কলকাতার প্রেক্ষাপটে মেহের রমেশ পরিচালিত এই ছবির গল্প তৈরি হয়েছে।
কলকাতা: ‘ভোলা’র শ্যুটে সরগরম কলকাতার ভিক্টোরিয়া। রামচরণের বাবা, দক্ষিণের মেগা সুপারস্টার চিরঞ্জীবী কলকাতায় এসেছেন, হইচই তো শুরু হবেই। শহরে সাউথের এত বড় তারকার শ্যুটিং চলছে, তার সেট যে ছোটখাটো হবে না, তা তো জানাই কথা।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে জমজমাটি তেলুগু ছবি ‘ভোলা শঙ্কর’-এর শ্যুট চলছে। ভিড় জমে গিয়েছে চারদিকে। প্রচণ্ড ব্যস্ত তারকার ঝলক দেখা গেল দূর থেকে। গ্যাংস্টার-ট্যাক্সি চালকের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। চালকের নীল রঙের পোশাক পরে দেখা গেল তারকাকে। চিরঞ্জীবীর চারদিকে দেহরক্ষীরা তাঁকে ঘিরে রেখেছেন। চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং শুরু করলেন তমান্না ভাটিয়া।
advertisement
advertisement
মহা আয়োজন সেই শ্যুটিংয়ের। রাস্তার মাঝেই মস্ত মস্ত ক্যামেরা পেতে শ্যুট চলছে। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় কাজ চলছে। কলকাতার প্রেক্ষাপটে মেহের রমেশ পরিচালিত এই ছবির গল্প তৈরি হয়েছে।
ইতিমধ্যেই হলুদ ট্যাক্সিতে তাঁর বসে থাকার ছবি সাড়া ফেলেছে অনুরাগীমহলে। কথা ছিল, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কলকাতায় কাজ শুরু করবেন অভিনেতা। সেই পরিকল্পনা মতোই প্রস্তুতি সারা। আগামী ১০ মে পর্যন্ত শ্যুট চলবে এই শহরে।
advertisement
advertisement
Mass Moolavirat Megastar @KChiruTweets on the sets of #BholaaShankar 🔥 Visuals from #YamahaNagari in Kolkata ❤️🔥 pic.twitter.com/DiH6qRapLt
— Chiranjeevi Trends™ (@TrendsChiru) May 4, 2023
চিরঞ্জীবীর সঙ্গেই এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তমন্না ভাটিয়া এবং কীর্তি সুরেশকে। সূত্রের খবর, তমন্না থাকবেন চিরঞ্জীবীর বিপরীতে। কীর্তিকে দেখা যাবে অভিনেতার বোনের ভূমিকায়। জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপাশি ময়দান, কালীঘাটের মতো জায়গাতেও হবে ছবির শ্যুট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 3:03 PM IST