তেলুগু ডান্স শো ‘ধী’-তে দেখা গিয়েছিল চৈতন্যকে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় শেষ ভিডিও আপলোড করে কান্নাকাটি করেছিলেন চৈতন্য। সংবাদমাধ্যমর খবর, সেখানেই তিনি বলেছিলেন, ঋণে ডুবে রয়েছেন, আর্থিক কারণে মাথায় অত্যধিক চাপ রয়েছে তাঁর।
advertisement
চৈতন্য ভিডিওয়ে বলেছেন, ‘‘আমার মা, বাবা, দিদি আমাকে কোনও দিন কোনও সমস্যার সম্মুখীন হতে দেয়নি। যত্ন করেছে আমার। সমস্ত বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। অনেককে জ্বালিয়েছি, তাঁদের কাছেও ক্ষমা চাইছি। টাকার বিষয়ে নিজের মধ্যে সততা হারিয়েছি। কেবল টাকা ধার নিলেই হয় না, সেই টাকা ফেরত দেওয়ার ক্ষমতাও থাকতে হয়। কিন্তু আমি পারিনি। এই মুহূর্তে আমি নেল্লোরে আছি। আজ আমার জীবনের শেষ দিন। ঋণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা চলছে। সেগুলির চাপ আর নিতে পারছি না।’’
আরও পড়ুন: অযোধ্য়ার সঙ্গে বিশেষ যোগসূত্র অনুষ্কার! জন্মদিনে বিরাট-পত্নীর জীবনের অজানা তথ্য
এই ঘটনার পর শোকস্তব্ধ তেলুগু ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া জুড়ে শোকবার্তার ছড়াছড়ি। চৈতন্যর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।