TRENDING:

Telugu Choreographer Chaitanya Death: ঋণে ডুবেই মানসিক অবসাদ! আত্মঘাতী হলেন বিখ্যাত কোরিয়োগ্রাফার চৈতন্য

Last Updated:

Telugu Choreographer Chaitanya Death: সোশ্যাল মিডিয়ায় শেষ ভিডিও আপলোড করে কান্নাকাটি করেছিলেন চৈতন্য। সংবাদমাধ্যমর খবর, সেখানেই তিনি বলেছিলেন, ঋণে ডুবে রয়েছেন, আর্থিক কারণে মাথায় অত্যধিক চাপ রয়েছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নেল্লোর: রবিবার আবারও গ্ল্যামার দুনিয়ায় দুঃসংবাদ। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী হয়েছেন বিখ্যাত কোরিয়োগ্রাফার চৈতন্য। অন্ধ্রপ্রদেশের নেল্লোরে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, ঋণ শোধ করতে না পারার জন্যই এই সিদ্ধান্ত চৈতন্যর।
advertisement

তেলুগু ডান্স শো ‘ধী’-তে দেখা গিয়েছিল চৈতন্যকে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় শেষ ভিডিও আপলোড করে কান্নাকাটি করেছিলেন চৈতন্য। সংবাদমাধ্যমর খবর, সেখানেই তিনি বলেছিলেন, ঋণে ডুবে রয়েছেন, আর্থিক কারণে মাথায় অত্যধিক চাপ রয়েছে তাঁর।

advertisement

চৈতন্য ভিডিওয়ে বলেছেন, ‘‘আমার মা, বাবা, দিদি আমাকে কোনও দিন কোনও সমস্যার সম্মুখীন হতে দেয়নি। যত্ন করেছে আমার। সমস্ত বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। অনেককে জ্বালিয়েছি, তাঁদের কাছেও ক্ষমা চাইছি। টাকার বিষয়ে নিজের মধ্যে সততা হারিয়েছি। কেবল টাকা ধার নিলেই হয় না, সেই টাকা ফেরত দেওয়ার ক্ষমতাও থাকতে হয়। কিন্তু আমি পারিনি। এই মুহূর্তে আমি নেল্লোরে আছি। আজ আমার জীবনের শেষ দিন। ঋণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা চলছে। সেগুলির চাপ আর নিতে পারছি না।’’

advertisement

আরও পড়ুন: অযোধ্য়ার সঙ্গে বিশেষ যোগসূত্র অনুষ্কার! জন্মদিনে বিরাট-পত্নীর জীবনের অজানা তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এই ঘটনার পর শোকস্তব্ধ তেলুগু ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া জুড়ে শোকবার্তার ছড়াছড়ি। চৈতন্যর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Telugu Choreographer Chaitanya Death: ঋণে ডুবেই মানসিক অবসাদ! আত্মঘাতী হলেন বিখ্যাত কোরিয়োগ্রাফার চৈতন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল